কমছে শুল্ক, সস্তা হচ্ছে মোবাইল ফোন-চার্জার, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

মোবাইল ফোন, চার্জার, ক্যামেরা লেন্স-সহ একাধিক পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এ দিন কেন্দ্রীয় বাজেটে ২০ শতাংশ থেকে আমদানি শুল্ক ১৫ শতাংশ করার কথা জানিয়েছেন তিনি। মোবাইল ফোন প্রিন্টেড সার্কিট বোর্ড সংক্রান্ত পণ্যের দাম কমতে চলেছে দেশে। শুধু আমদানি শুল্ক কমানো নয়, পিএলআই বা প্রোডাকশন লিঙ্ক স্কিমের উপরও জোর দিয়েছে সরকার। ইতিমধ্যে মেড-ইন-ইন্ডিয়ার অভিযানের অধীনে বিশ্বের একাধিক দেশে স্মার্টফোন রফতানি শুরু করেছে সংস্থাগুলি। তার সঙ্গে নামী ব্র্যান্ডগুলি যাতে দেশে মোবাইল ফোন উৎপাদনে উৎসাহ পায় তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইন্ডিয়ান সেলুলার ও ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পঙ্কজ মাহাতো জানান, “সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমরা। দেশের মোবাইল উৎপাদনকে প্রতিযোগিতামূলক করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা বিশ্ব বাজারে ভারতকে বৈদ্যুতিন পণ্যের উৎপাদন এবং রফতানির কেন্দ্রে রূপান্তরিত করবে।”

error: Content is protected !!