মোবাইল ফোন, চার্জার, ক্যামেরা লেন্স-সহ একাধিক পণ্যের উপর আমদানি শুল্ক কমানোর ঘোষণা করলেন অর্থমন্ত্রী। এ দিন কেন্দ্রীয় বাজেটে ২০ শতাংশ থেকে আমদানি শুল্ক ১৫ শতাংশ করার কথা জানিয়েছেন তিনি। মোবাইল ফোন প্রিন্টেড সার্কিট বোর্ড সংক্রান্ত পণ্যের দাম কমতে চলেছে দেশে। শুধু আমদানি শুল্ক কমানো নয়, পিএলআই বা প্রোডাকশন লিঙ্ক স্কিমের উপরও জোর দিয়েছে সরকার। ইতিমধ্যে মেড-ইন-ইন্ডিয়ার অভিযানের অধীনে বিশ্বের একাধিক দেশে স্মার্টফোন রফতানি শুরু করেছে সংস্থাগুলি। তার সঙ্গে নামী ব্র্যান্ডগুলি যাতে দেশে মোবাইল ফোন উৎপাদনে উৎসাহ পায় তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইন্ডিয়ান সেলুলার ও ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পঙ্কজ মাহাতো জানান, “সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি আমরা। দেশের মোবাইল উৎপাদনকে প্রতিযোগিতামূলক করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যা বিশ্ব বাজারে ভারতকে বৈদ্যুতিন পণ্যের উৎপাদন এবং রফতানির কেন্দ্রে রূপান্তরিত করবে।”
Related Posts
সুপ্রিমকোর্টের নির্দেশের অপব্যাখ্যা বিজেপির! ফাইলে সই করতে বাধা নেই দিল্লির মুখ্যমন্ত্রীর
দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে অরবিন্দ কেজরিওয়ালের ফাইলে সই করার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে বলে বিজেপি যে লাগাতার প্রচার চালাচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কেজরিওয়ালের আইনজীবী স্পষ্ট জানিয়েছেন, এমন কোনও নিষেধাজ্ঞা নেই, অপব্যাখ্যা করা হচ্ছে শীর্ষ আদালতের নির্দেশের। শুক্রবারই দেশের শীর্ষ আদালতে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ শীর্ষ আদালতের তরফে প্রদত্ত জামিনের শর্তে কী বলা হয়েছে তা […]
অসমে নাগাঁও জেলায় সন্ধ্যাবেলায় টিউশন থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার ১৪ বছরের এক নাবালিকা
গণধর্ষণের শিকার ১৪ বছরের এক নাবালিকা। অভিযোগ, টিউশন থেকে ফেরার পথে পাশবিক অত্যাচারের শিকার হয় ওই নাবালিকা। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গুয়াহাটি থেকে ১২০ কিমি দূরে অবস্থিত নাগাঁও জেলায় এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে। স্থানীয়রাই প্রথমে ওই নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে। একটি পুকুর পাড়ে তাঁরা বিবস্ত্র অবস্থায় নাবালিকাকে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে […]
ভোটের মাঝে আরও বিপাকে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং, যৌন হেনস্তার ৫টি মামলায় মিলল ‘পর্যাপ্ত প্রমাণ’
লোকসভা ভোটের আবহেই দিল্লির কোর্টে বড় ধাক্কা ব্রিজভূষণ শরণ সিংয়ের । ভারতের কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ও বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন মহিলা কুস্তিগিররা। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট জানায়, ব্রিজভূষণের বিরুদ্ধে পাঁচটি মামলায় পর্যাপ্ত প্রমাণ পাওয়া গিয়েছে। ব্রিজভূষণের বিরুদ্ধে ছজন মহিলা কুস্তিগির ছটি মামলা দায়ের করেছিলেন। যার মধ্যে পাঁচটি ক্ষেত্রে পর্যাপ্ত তথ্যপ্রমাণ […]