কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (সিইউইটি)-ইউজি’র ফলাফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ৷ ছাত্রছাত্রীরা এই official website- exams.nta.ac.in/CUET-UG/ তাঁদের রেজাল্ট দেখতে পারবেন ৷ অ্যাপ্লিকেশন নম্বর ও ডেট অফ বার্থ দিয়ে লগ-ইন করে ছাত্রছাত্রীরা তাঁদের রেজাল্ট দেখতে পারবেন ৷ এনটিএ গত ৭ জুলাই সিইউইটি-ইউজি ২০২৪-এর ‘প্রভিশনাল অ্যানসার কি’ প্রকাশ করেছিল ৷ ১০০০-এরও বেশি প্রার্থীর জন্য ফের পরীক্ষা নেওয়া হয়েছিল ১৯ জুলাই ৷ সিইউইটি-ইউজি ফলাফলে দেরি হয়েছিল নিট-ইউজি এবং ইউজিসি-নেট-সহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম নিয়ে বিতর্ক হওয়ায়।প্রাথমিকভাবে সিইউইটি-ইউজি’র ফলাফল ৩০ জুন ঘোষণা করার কথা ছিল ৷ কিন্তু এনটিএ-এর ফল প্রকাশের দেরি হওয়ার কারণ হল নিট-ইউজি, ইউজিসি-নেট এবং সিএসআইআর-ইউজিসি-নেট পরীক্ষায় পেপার ফাঁসের অভিযোগ ৷ সারা দেশে প্রথমবারের মতো হাইব্রিড মোডে পরিচালিত সিইউইটি-ইউজি লজিস্টিক কারণে নির্ধারিত পরীক্ষার দিন আগে দিল্লিতে বাতিল করা হয়েছিল। পরে দিল্লিতে ফের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এনটিএ এর আগে ঘোষণা করেছিল যে, সিইউইটি-ইউজি’র তৃতীয় সংস্করণ ৭ দিনের মধ্যে শেষ হবে ৷ সমস্ত পরীক্ষা একক শিফটে পরিচালিত হবে। ১৫টি বিষয়ের জন্য, পরীক্ষাগুলি কলম-কাগজ মোডে ছিল ৷ অন্যান্য 48টি বিষয়ের জন্য পরীক্ষা সিবিটি মোডে অনুষ্ঠিত হয়েছিল। এই বছর ২৬১টি কেন্দ্রীয়, রাজ্য এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তির জন্য ১৩.৪ লক্ষেরও বেশি প্রার্থী রেজিস্ট্রার করেছিলেন ৷ ২০২২ সালে পরীক্ষার প্রথম সংস্করণে পরীক্ষাটি প্রযুক্তিগত ত্রুটি দ্বারা জর্জরিত হয়েছিল। এছাড়াও, একাধিক শিফটে পরিচালিত একটি বিষয়ের পরীক্ষার ফলস্বরূপ, ফলাফল ঘোষণার সময় স্কোরগুলি স্বাভাবিক করতে হয়েছিল।
Related Posts
নিপা ভাইরাসে মৃত কিশোরের সংস্পর্শে এসেছিলেন ৩৫০ জন, ঘুম উড়েছে কেরলের স্বাস্থ্য দফতরের
নিপা ভাইরাসে আক্রান্ত কিশোরের মৃত্যুর পর আরও একাধিক জেলায় সংক্রমণ ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল কেরলের স্বাস্থ্য দফতর। সোমবার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, মৃত কিশোর মালাপ্পুরমের বাসিন্দা ছিলেন। তার সংস্পর্শে এসেছিলেন ছয়জন ভিন্ন জেলার বাসিন্দা। নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে তাঁদের শরীরে। নমুনা সংগ্রহ করে ইতিমধ্যেই পরীক্ষাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, মৃত কিশোরের সংস্পর্শে […]
লাদাখের দিকে এগোচ্ছে PLA! প্যানগংয়ের কাছেই তৈরি চিনা আন্ডাগ্রাউন্ড বাঙ্কার, মোতায়েন সামরিক যান
পূর্ব লাদাখে প্যানগং এলাকায় ক্রমেই গতিবিধি বাড়ছে চিনের। স্থিতাবস্থা ফেরানো তো দূর, প্যানগংয়ের কাছে দীর্ঘ সময়ের জন্যে ঘাঁটি গেড়ে বসছে চিন। সম্প্রতি এমনই সব স্যাটেলাইট চিত্র প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, ভারতের সীমান্তের খুবই কাছে আন্ডাগ্রাউন্ড বাঙ্কার তৈরি করে সেখানে জ্বালানি এবং বিস্ফোরক মজুত রেখেছে চিন। এদিকে সাঁজোয়া সামরিক যানও মোতায়েন রয়েছে সেই জায়গায়। […]
পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে মরণঝাঁপ, জলে ডুবে মৃত্যু অসমের নাবালিকা গণধর্ষণের মূল অভিযুক্তের
শনিবার ভোররাতে পুলিশের হাত থেকে বাঁচতে ধিং এলাকার স্থানীয় একটি পুকুরে ঝাঁপ দেয় সে। পুকুরেই ডুবে মৃত্যু হয় অভিযুক্ত তফজ্জুল ইসলামের। অসম পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধিং এলাকার ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণে মূল অভিযুক্ত ছিল এই তাফজ্জুল ইসলাম। এ দিন ভোররাতে তাকে পুকুর পাড়ে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন করছিল পুলিশ। সে সময় আচমকাই পালানোর চেষ্টা […]