প্রকাশ্যে এল ‘স্ত্রী ২’ এর টিজার

রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠীর মতো তারকারা অভিনীত ‘স্ত্রী ২’ ছবিটি এবার মুক্তি পাবে স্বাধীনতা উপলক্ষে অর্থাৎ ১৫ আগস্ট। আজ এই ছবির টিজার প্রকাশ করেছেন নির্মাতারা। টিজারটি বেশ আকর্ষণীয়।কয়েকদিন আগে অনলাইনে ফাঁস হয়েছে ‘স্ত্রী ২’-এর টিজার। তবে আজ আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়েছে। ‘স্ত্রী ২’ ছবির টিজার ১৪ জুন ‘মুঞ্জা’ ছবির সাথে সংযুক্ত করা হয়েছিল। প্রেক্ষাগৃহে ‘মুঞ্জা’ দেখতে আসা দর্শকরা এই টিজারটি দেখার সুযোগ পেয়েছেন। এ সময় কেউ তা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেয়। তবে আজ ২৫ জুন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে টিজারটি প্রকাশ করা হয়েছে। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশের তথ্য দিয়ে রাজকুমার রাও লিখেছেন, ‘এবার স্বাধীনতার পরে চান্দেরিতে সন্ত্রাস হবে! কিংবদন্তিরা ফিরে এসেছে। এই স্বাধীনতা দিবসে’। ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশের সাথে সাথে দর্শকদের প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। এটিকে এ বছরের সেরা টিজার হিসেবে অভিহিত করছেন দর্শকরা।

error: Content is protected !!