রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠীর মতো তারকারা অভিনীত ‘স্ত্রী ২’ ছবিটি এবার মুক্তি পাবে স্বাধীনতা উপলক্ষে অর্থাৎ ১৫ আগস্ট। আজ এই ছবির টিজার প্রকাশ করেছেন নির্মাতারা। টিজারটি বেশ আকর্ষণীয়।কয়েকদিন আগে অনলাইনে ফাঁস হয়েছে ‘স্ত্রী ২’-এর টিজার। তবে আজ আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়েছে। ‘স্ত্রী ২’ ছবির টিজার ১৪ জুন ‘মুঞ্জা’ ছবির সাথে সংযুক্ত করা হয়েছিল। প্রেক্ষাগৃহে ‘মুঞ্জা’ দেখতে আসা দর্শকরা এই টিজারটি দেখার সুযোগ পেয়েছেন। এ সময় কেউ তা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেয়। তবে আজ ২৫ জুন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে টিজারটি প্রকাশ করা হয়েছে। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশের তথ্য দিয়ে রাজকুমার রাও লিখেছেন, ‘এবার স্বাধীনতার পরে চান্দেরিতে সন্ত্রাস হবে! কিংবদন্তিরা ফিরে এসেছে। এই স্বাধীনতা দিবসে’। ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। সোশ্যাল মিডিয়ায় টিজার প্রকাশের সাথে সাথে দর্শকদের প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। এটিকে এ বছরের সেরা টিজার হিসেবে অভিহিত করছেন দর্শকরা।
Related Posts
শেষ হল আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজের শুটিং, ছেলের জন্য ১০০ কোটি বিনিয়োগ শাহরুখের
বাবা শাহরুখ খানের মত অভিনয় নয়, বরং পরিচালনায় উৎসাহ ছিল অনেক বেশি ছেলে আরিয়ান খানের। আর সেই আগ্রহ, ইচ্ছা থেকেই নিজের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’এর শুটিং শেষ করেলেন শাহরুখ পুত্র। সিরিজের শেষ দিনের শুটিং সমাপ্ত করে নিজের টিমের সদস্যদের সঙ্গে চলল উদযাপন। শনিবার নিজের পরিচালনায় প্রথম সিরিজের কাজ শেষ করেছেন আরিয়ান। তাই কলাকুশলীদের নিয়ে বিশাল […]
সারা শরীরে ব্যান্ডেজ, ‘কালকি 2898 এডি’-তে অমিতাভ বচ্চনের ‘অশ্বত্থামা’ লুক প্রকাশ্যে
সুপারস্টার অমিতাভ বচ্চনকে ২০২৪ সালের বহুল প্রতীক্ষিত ছবি ‘কালকি 2898 এডি’-তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ‘কালকি 2898 এডি’-এ ‘মহাভারত’-এর প্রধান চরিত্র গুরু দ্রোণাচার্যের অমর পুত্র অশ্বত্থামার ভূমিকায় অভিনয় করছেন বিগ বি। এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। অমিতাভ বচ্চনের ফার্স্ট লুক দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন ছবির নির্মাতারা। পরিচালক নাগ অশ্বিন ‘কল্কি […]
আন্তর্জাতিক স্তরে পাড়ি দিল ‘গার্লস উইল বি গার্লস’
রিচা চাড্ডা ও আলি ফজলের প্রথম প্রযোজিত ছবি “গার্লস উইল বি গার্লস” পাড়ি দিচ্ছে টিআইএফএফ নেক্সট ওয়েভ ফিল্ম ফেস্টিভ্যালে। ইতিমধ্যেই সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল এবং সাউথ বাই সাউথ ওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে ছবিটির। নতুন এই উদ্যোগে খুশি রিচা ও আলি। ছবিটি ১৪ এপ্রিল চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। টিআইএফএফ নেক্সট ওয়েভ ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১১ থেকে ১৪ […]