‘ভগবান আমাকে পাঠিয়েছেন তাঁর কাজ করার জন্য’! প্রধানমন্ত্রী মোদির মন্তব্যে তোলপাড় নেটপাড়া

‘প্রভু জগন্নাথও মোদিজির ভক্ত’! বেফাঁস মন্তব্যে যখন বিপাকে পুরী আসনের বিজেপি প্রার্থী সম্বিত পাত্র, তখন চুপ করে থাকলেন না স্বয়ং মোদী। উসকে দিলেন নয়া বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও।  স্রেফ প্রধানমন্ত্রীই নন, এবার লোকসভা ভোটে বিজেপির মুখ সেই মোদিই।-প্রচারে বাংলায় ঘুরে গিয়েছেন বেশ কয়েকবার। দেশের অন্যন্য প্রান্তেও সভা করছেন নিয়মিত। ক্নান্ত হন না? মোদীর জবাব, ‘আমি বিশ্বাস করতে শুরু করেছি যে, মাতৃ জঠরে আমার জন্ম হয়নি’! প্রধানমন্ত্রীর কথায়, ‘ভগবান আমাকে পাঠিয়েছে তাঁর কাজ করার জন্য’। সাক্ষাৎকারের ভিডিয়ো ঘুরছে সোশ্য়াল মিডিয়া। জোর আলোচনা চলছে। এর আগে, ওড়িশায় প্রধানমন্ত্রীর সঙ্গে একটি রোড-শো-তে যোগ দিয়েছিলেন সম্বিত পাত্র। পরে স্থানীয় একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন,  ‘প্রভু জগন্নাথও মোদীর ভক্ত। আর আমরা সবাই মোদীর পরিবার। মোদীর জনসভায় মানুষের ঢল দেখে আমি আমার আবেগ ধরে রাখতে পারিছি না। ওড়িয়াদের জন্য এটি একটি স্পেশাল দিন’। যে মন্তব্যে প্রতিবাদে ঝড় ওঠে। 

error: Content is protected !!