প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পৌত্র তথা জনতা দল সেকুলারের (জেডিএস) সাংসদ প্রজ্বল রেভান্নার ‘যৌন কুকীর্তি’র ভিডিও সংক্রান্ত মামলায় আরও দুই বিজেপি নেতা গ্রেফতার। কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) রবিবার তাঁদের নিজেদের হেফাজতে নেয়। অভিযোগ, ‘অশ্লীল’ ভিডিও ফাঁস এবং তা প্রচার করেছিলেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, চেতন এবং লিকিথ গৌড়া নামে ওই দুই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। চেতনকে ইয়েলগুন্ডা এবং লিকিথকে শ্রাবণবেলাগোলা এলাকা থেকে ধরেছেন তদন্তকারী অফিসারেরা। ডাক্তারি পরীক্ষার পর রবিবার সন্ধ্যাতেই ধৃতদের আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই মামলায় এর আগে কর্নাটকের বিজেপি নেতা দেবরাজ গৌড়াকে গ্রেফতার করেছিল সিট। এপ্রিলের শেষ পর্বে প্রজ্বলের যৌন কুকীর্তির ৩ হাজারের ও বেশি ভিডিও ভরা একটি পেন ড্রাইভ প্রকাশ্যে এনেছিলেন কর্নাটকের হাসন জেলার বিজেপি নেতা দেবরাজ। তিনি অভিযোগ করেন, গত পাঁচ বছর ধরে হাসনের সাংসদ প্রজ্বল কয়েক হাজার মহিলাকে ধর্ষণ এবং যৌন নির্যাতন করে সেই ভিডিও নিজেই তুলে রাখতেন। সেই বিজেপি নেতাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করে সিট। দেবরাজের অভিযোগ ছিল, প্রজ্বলকে মদত দিয়েছেন তাঁর বাবা তথা দেবগৌড়ার পুত্র এইচডি রেভান্নাও। এইচডিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল। তাঁর বিরুদ্ধে ছেলের যৌন নির্যাতনে মদত দেওয়া এবং মহিলাদের অপহরণের অভিযোগ আনা হয়েছে। এইচডি রেভান্নাকে গ্রেফতার করা হলেও প্রজ্বল এখনও অধরা। মনে করা হচ্ছে, তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই ব্লু কর্নার নোটিস জারি করা হয়েছে।
Related Posts
আমুলের পর দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি
আমুলের পর এবার দুধের দাম বাড়িয়েছে মাদার ডেইরিও। ৩ জুন থেকে প্রতি লিটার দুধের দাম ২ টাকা বাড়িয়েছে সংস্থাটি। এই বৃদ্ধির পর, এখন মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম বেড়েছে প্রতি লিটারে ৬৮ টাকা, টনড দুধের দাম ৫৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৬ টাকা। মাদার ডেয়ারি দুগ্ধ খামারিদের কাছ থেকে কোম্পানির কাঁচা দুধ সংগ্রহের ব্যয় […]
৪৬ বছর পর আজ খুলছে পুরীর জগন্নাথ দেবের রত্ন ভাণ্ডারের দরজা
ওড়িশার পুরীতে ভগবান জগন্নাথ দেবের মন্দিরে থাকা রত্ন ভাণ্ডারটি আজ ৪৬ বছর পর খোলা হবে। ভাণ্ডারে থাকা অলঙ্কার এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রের তালিকা তৈরির জন্য তা খোলা হতে চলেছে। এর আগে এই মন্দিরের কোষাগারের দরজা সর্বশেষ ১৯৭৮ সালে খোলা হয়েছিল। বিজেপি রাজ্য সরকারের শাসনভার গ্রহণের কয়েক সপ্তাহ পরই এবার ফের খুলতে চলেছে পুরীর রত্ন ভাণ্ডার। […]
কর্ণাটকে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১৩ তীর্থযাত্রী
পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ শুক্রবার ভোরে কর্ণাটকের হাভেরি জেলায় ব্যাডগি তালুকের গুন্দেনাহাল্লি ক্রসিংয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । এদিন একটি টেম্পো ট্রাভেলার (টিটি) গাড়ি গুন্দেনাহাল্লি ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় ৷ ঘটনায় দুই শিশু-সহ 13 জনের মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, নিহতরা শিবমোগা জেলার ভদ্রাবতী […]