বিদেশ থেকে অবতরণের পরেই বেঙ্গালুরু বিমানবন্দরে থেকেই গ্রেফতার যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না

যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেডিএস-এর সাসপেন্ড হওয়া সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতার করল পুলিশ ৷ বিদেশ থেকে অবতরণের পরেই বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার করা হয় তাঁকে ৷ পুলিশ সূত্রে খবর, এরপর মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হবে বলে ৷ মেডিক্য়াল পরীক্ষার পর তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর রেভান্নাকে গ্রেফতার করে বেঙ্গালুরুর সিআইডি অফিসে নিয়ে আসা হয়। বাড়িতে পরিচারিকার কাজ করা একজন মহিলার অভিযোগের পর যৌন হয়রানি এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে বিশেষ তদন্তকারী দলের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারে রেভান্নাকে। কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়ার প্রায় এক মাস পর জার্মানির বার্লিন থেকে ভারতে ফিরে আসেন রেভান্না ৷ এরপরই বিমানবন্দর থেকে তাঁকে হেফাজতে নেয় পুলিশ ৷কর্ণাটক সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) রেভান্নাকে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছানোর পরই আটক করেছে বলে খবর। সিটের আধিকারিকরা জানিয়েছেন, অশ্লীল ভিডিয়ো ও যৌন কেলেঙ্কারি মামলায় রেভান্নাকে আজ শুক্রবারই আদালতে পেশ করা হবে। সিটের সদস্যরা রেভান্নার দুটি ব্যাগও বাজেয়াপ্ত করেচে ৷ সেগুলি একটি পৃথক গাড়িতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বেঙ্গালুরুতে সিআইডি অফিসের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ রেভান্নাকে নিয়ে আসার আগে সিআইডি অফিসের বাইরে ব্যারিকেডও লাগানো হয়।

error: Content is protected !!