যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেডিএস-এর সাসপেন্ড হওয়া সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতার করল পুলিশ ৷ বিদেশ থেকে অবতরণের পরেই বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার করা হয় তাঁকে ৷ পুলিশ সূত্রে খবর, এরপর মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হবে বলে ৷ মেডিক্য়াল পরীক্ষার পর তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর রেভান্নাকে গ্রেফতার করে বেঙ্গালুরুর সিআইডি অফিসে নিয়ে আসা হয়। বাড়িতে পরিচারিকার কাজ করা একজন মহিলার অভিযোগের পর যৌন হয়রানি এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগে বিশেষ তদন্তকারী দলের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারে রেভান্নাকে। কূটনৈতিক পাসপোর্টে দেশ ছাড়ার প্রায় এক মাস পর জার্মানির বার্লিন থেকে ভারতে ফিরে আসেন রেভান্না ৷ এরপরই বিমানবন্দর থেকে তাঁকে হেফাজতে নেয় পুলিশ ৷কর্ণাটক সরকারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) রেভান্নাকে বেঙ্গালুরু বিমানবন্দরে পৌঁছানোর পরই আটক করেছে বলে খবর। সিটের আধিকারিকরা জানিয়েছেন, অশ্লীল ভিডিয়ো ও যৌন কেলেঙ্কারি মামলায় রেভান্নাকে আজ শুক্রবারই আদালতে পেশ করা হবে। সিটের সদস্যরা রেভান্নার দুটি ব্যাগও বাজেয়াপ্ত করেচে ৷ সেগুলি একটি পৃথক গাড়িতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বেঙ্গালুরুতে সিআইডি অফিসের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ রেভান্নাকে নিয়ে আসার আগে সিআইডি অফিসের বাইরে ব্যারিকেডও লাগানো হয়।
Related Posts
‘নীতীশ কুমারই ফের বিহারের মুখ্যমন্ত্রীর মুখ’, শরিককে খুশি করতে ঘোষণা বিজেপির
কেন্দ্রে এনডিএ’র সরকার গঠন নিয়ে টানাপোড়েনের মধ্যেই কৌশলী ঘোষণা বিজেপির। বিহার বিজেপির তরফে জানিয়ে দেওয়া হল, ২০২৫ বিধানসভা নির্বাচনেও বিহারে এনডিএর মুখ হবেন নীতীশই। গেরুয়া শিবির একই সঙ্গে জোড়া বার্তা দিয়ে দিল। একে তো শরিককে খুশি করার চেষ্টা হল। একই সঙ্গে বুঝিয়ে দেওয়া হল, নীতীশ যদি কেন্দ্রে বড় কোনও পদের প্রত্যাশা করে থাকেন, তাহলে সেটা […]
‘শুভেন্দু নতুন এসেছেন, বিজেপিকে বোঝেন না’, বিরোধী দলনেতাকে তুলোধোনা সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সভাপতির
সংখ্যালঘুদের সমর্থন নিয়ে করা মন্তব্যের করায় দলের অন্দরে আরও চাপে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিজেপির সংখ্যালঘু সেলের সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী বলেন, “শুভেন্দুর এই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।” পাশাপাশি বিরোধী দলনেতাকে নব্য বিজেপির তকমাও লাগিয়ে দেন তিনি। বলেন, “শুভেন্দু অধিকারী বিজেপিতে নতুন এসেছেন। তাই দলের নিয়ম জানেন না। বিজেপি সমর্কে জানতে হবে।” মাটির সঙ্গে বিরোধী […]
হরিয়ানায় মেডিক্যাল কলজের ছাত্রীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ, গ্রেফতার সহপাঠী
ফের এক মেডিক্যাল পড়ুয়াকে নির্যাতন। এবার ঘটনাস্থল হরিয়ানায় রোহতক। সেখানে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস কলেজের দন্ত চিকিৎসা বিভাগের এক ছাত্রীকে অপহরণ করে হেনস্থার অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত ১৬ অগাস্ট। রোহতক পুলিশের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডলে। যেখানে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার বয়ান রেকর্ড করে FIR দায়ের […]