কেরলে ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধসে প্রাণ গেল ৪৪ জনের। ঘটনায় উদ্ধার কাজ যাতে দ্রুত করা যায়, সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সূত্রের খবর, মৃতদের মধ্যে একটি এক বছরের শিশুও আছে । তার বাড়ি নেপালে । পরিবারের সদস্যদের সঙ্গে কেরলে এসেছিল। ভয়াবহ ধসের জেরে থর্ন্ডাড জেলায় তার মৃত্য়ু হয়েছে। পাশাপাশি জেলার বেশ কয়েকটি এলাকার সঙ্গে বাকি অংশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রের খবর, ধসে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুদাক্কাই, চুরালমালা, আট্টমালার মতো এলাকায়। এই সমস্ত অংশের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আর তাই ক্ষয়ক্ষতির চিত্রটা এখনও পুরোটা স্পষ্ট নয় প্রশাসনের কাছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মু ৷ দুর্ঘটনার পরপরই তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের সমস্ত বিভাগ যেন অবিলম্বে কাজ শুরু করে, সেই নির্দেশ দেন তিনি । উদ্ধার কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । পাশপাশি ধস কবলিত এলাকায় কেউ আটকে আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে যাচ্ছে বায়ুসেনার দুটি হেলিকপ্টার । এই ঘটনার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী ন্যাশানাল রিলিফ ফান্ড থেকে মৃতদের ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷
Related Posts
আরজিকর কাণ্ডের জন্য নয়, নবান্ন অভিযান নিয়ে এবার কলকাতার পুলিশ কমিশনারের রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের
গত ২৭ অগাস্টের নবান্ন অভিযান নিয়ে এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। আগামী দু’সপ্তাহের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কমিশনের। নবান্ন অভিযানের দিন কলকাতা তো বটেই, হাওড়াতেও আক্রান্ত হয়েছিল পুলিশ। সাংবাদিক সম্মলনে লালবাজারের তরফে জানানো হয়েছে, ‘যেরকম প্রমাণ পাব, সেরকম ব্যবস্থা নেব’। প্রসঙ্গত, ২৭ তারিখের নবান্ন […]
বিরোধী দলনেতার দৌড়ে গৌরব গগৈ, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শনিবার
লোকসভা নির্বাচন মিটতেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক বসছে। আগামী শনিবার কংগ্রেস সদর দপ্তরে এই বৈঠক হতে চলেছে। নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের রণকৌশল নিয়ে আলোচনা হবে। রবিবার নতুন সরকারের শপথ গ্রহণ হবে। তার আগের দিন কংগ্রেস ওয়ার্কিং বৈঠক ডাকা হয়েছে। লোকসভা ভোটে ভাল ফলের ফর কংগ্রেসে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে। এনডিএ সরকারকে […]
কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
কার্গিল বিজয় দিবসে শহিদ সেনার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে দ্রাসে পৌঁছন নরেন্দ্র মোদী। সেখানে দাঁড়িয়েই পাকিস্তানের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘ওদের জঘন্য পরিকল্পনা কখনও সফল হবে না।’ ১৯৯৯ সালের যুদ্ধে ২৬ জুলাই দিনটিতে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান। সেই জয়ের স্মরণেই প্রতিবছর এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। শুক্রবার সেই কার্গিল বিজয় দিবস উপলক্ষে দ্রাস […]