কেরলে ভয়াবহ ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৪, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কেরলে ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধসে প্রাণ গেল ৪৪ জনের। ঘটনায় উদ্ধার কাজ যাতে দ্রুত করা যায়, সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সূত্রের খবর, মৃতদের মধ্যে একটি এক বছরের শিশুও আছে । তার বাড়ি নেপালে । পরিবারের সদস্যদের সঙ্গে কেরলে এসেছিল। ভয়াবহ ধসের জেরে থর্ন্ডাড জেলায় তার মৃত্য়ু হয়েছে। পাশাপাশি জেলার বেশ কয়েকটি এলাকার সঙ্গে বাকি অংশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসন সূত্রের খবর, ধসে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মুদাক্কাই, চুরালমালা, আট্টমালার মতো এলাকায়। এই সমস্ত অংশের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আর তাই ক্ষয়ক্ষতির চিত্রটা এখনও পুরোটা স্পষ্ট নয় প্রশাসনের কাছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দৌপদ্রী মুর্মু ৷ দুর্ঘটনার পরপরই তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের সমস্ত বিভাগ যেন অবিলম্বে কাজ শুরু করে, সেই নির্দেশ দেন তিনি । উদ্ধার কাজ দ্রুত শেষ করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । পাশপাশি ধস কবলিত এলাকায় কেউ আটকে আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে যাচ্ছে বায়ুসেনার দুটি হেলিকপ্টার । এই ঘটনার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী ন্যাশানাল রিলিফ ফান্ড থেকে মৃতদের ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে ৷

error: Content is protected !!