ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিশেষ আমন্ত্রণে জি-৭ সামিটে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই ইটালি গিয়েছেন তিনি। সেখানে পৌঁছেই একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী। ভারতের বিদেশমন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে সেই বৈঠকের সারমর্ম জানানো হয়েছে। জানা গিয়েছে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদি। মূলত, ভবিষ্যতে ভারত এবং ব্রিটেনের সম্পর্ক আরও মজবুত করার কথা হয় দুজনের মধ্যে। পাশাপাশি, বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়েও কথা হয়। অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর সঙ্গেও এক দফা বৈঠক হয়েছে মোদির। ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, আগামীদিনে প্রতিরক্ষা, মহাকাশ, শিক্ষা, প্রযুক্তি-সহ নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করা নিয়ে কথাবার্তা হয়েছে তাঁদের মধ্যে। জি-৭ সম্মেলনে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে। তাঁর সঙ্গেও কথা হয়েছে প্রধানমন্ত্রীর। মূলত, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়েই মোদির সঙ্গে কথা হয় তাঁর। সূত্রের খবর, ভারত রাশিয়াকে শান্তির বার্তা পাঠাক এমনটাই চান জেলেনস্কি। মোদির সাক্ষাৎ হয়েছে পোপ ফ্রান্সিসের সঙ্গেও। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এখনও বৈঠক হয়নি মোদির।
Related Posts
উৎসবের রাতে পশ্চিম জার্মানির রাস্তায় এলোপাথাড়ি ছুরির হামলা, নিহত ৭
জার্মানির সোলিংজেনে যখন উৎসবে মেতে স্থানীয়রা ঠিক তখনই চলল এলোপাথাড়ি ছুরির হামলা। শুক্রবার রাতে পশ্চিম জার্মানির সোলিংজেনে বসেছিল উৎসবের আসর। সেই উৎসবের রাতেই এক ব্যক্তি হামলা করে বলে অভিযোগ উঠেছে। ছুরির হামলায় ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বহু। রাতের উৎসবের মাঝে ছুরির হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার […]
ব্রাজিলে নিষিদ্ধ ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, ঘোষণা সুপ্রিমকোর্টের
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স- কে নিষিদ্ধ ঘোষণা করল ব্রাজিলের সুপ্রিমকোর্ট। এক্সের মালিক টেক বিলিয়নিয়ার ধনকুবের এলন মাস্ক, ব্রাজিলে আইনী প্রতিনিধির নাম জানাতে অস্বীকার করায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে বাক স্বাধীনতা এবং ভুল তথ্যের কারণে দু পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদ আরও তীব্র হলও বলে মনে করা হচ্ছে। এর আগে, […]
গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো
গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। জানা গেছে, হ্যান্ডলোভায় একটি সরকারি বৈঠকের পর এই ঘটনা ঘটে। ঘটনাস্থলটি স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বের শহর। স্লোভাকিয়ার সরকারি সংবাদ মাধ্যম টিএএসআর বুধবার স্লোভাক পার্লামেন্টের ডেপুটি স্পিকার লুবোস ব্লাহাকে বিবৃত করে এই খবর জানিয়েছে। একটি সরকারি অফ সাইট বৈঠকের জন্য সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ফিকো। তবে তাঁকে লক্ষ্য করে […]