রবিবার সন্ধেতেই প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদি। রাজধানীতে তাই এখন চূড়ান্ত ব্যস্ততা। গোটা দিল্লিতে এখন থেকেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার জালে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। থাকছে ৫ কোম্পানি আধা সামরিক বাহিনী, এনএসজি কমাণ্ডার। রয়েছে ড্রোনে নিষেধাজ্ঞা। শপথগ্রহণকে কেন্দ্র করে সেজে উঠছে রাষ্ট্রপতি ভবন। বিভিন্ন হোটেলগুলিতে চলছে তল্লাশি অভিযান। যানবাহনের গতিপথও নিয়ন্ত্রণ করা হবে সেদিন। পাশাপাশি শপথগ্রহণের সময় দিল্লি থেকে বিমান উড়ানেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। রাজধানীর বিভিন্ন অংশে থাকছে সশস্ত্র পুলিশ বাহিনী। এছাড়া বিভিন্ন রাস্তার মোড়ে চলবে নজরদারি। শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে নেতা-মন্ত্রীরা আসবেন। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভূটান, নেপাল, মরিশাসের নাম। তাঁরা দিল্লির যে হোটেলে থাকবেন সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের উঁচু বাড়িগুলি ইতিমধ্যেই দখল নিয়েছে পুলিশ। এআই প্রযুক্তিকেও নিরাপত্তার কাজে ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রপতি ভবনে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। সবমিলিয়ে দিল্লি এখন যেন সামরিক বাহিনীর দুর্গে পরিণত হয়েছে।
Related Posts
প্রয়াত রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও
প্রয়াত হলেন মিডিয়া ব্যক্তিত্ব এবং রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও। শনিবার ভোর ৪.৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হায়দ্রাবাদের স্টার হাসপাতালে ৮৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৫ জুন থেকে আইসিইউতে ভর্তি ছিলেন রামোজি। তিনি হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। রামোজি রাও-এর মৃতদেহ রামোজি ফিল্ম সিটিতে তাঁর বাসভবনে রাখা হয়েছে। এখানে তার পরিবার, […]
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছেলে জয় শাহ
আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন বিসিসিআই সচিব। আগামী ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন তিনি। আগামী দিনে ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে চান গোটা বিশ্বে, নতুন পদে নির্বাচিত হয়ে এই কথাই জানালেন জয় শাহ। দীর্ঘদিন ধরে বিসিসিআই সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ। এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী […]
উত্তরপ্রদেশে চাষ জমি থেকে উদ্ধার মহিলার নগ্ন মৃতদেহ
চাষ জমি থেকে উদ্ধার হল এক মহিলার নগ্ন দেহ। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের জালাউন জেলার কালপি কোতোয়ালি এলাকার উসারগাঁও গ্রামের কাছে একটি ক্ষেতের মধ্যে মেলে মহিলার সম্পূর্ণ নগ্ন দেহ। সকালে মাঠে এসে সেই দেহ প্রথম দেখতে পান এক ব্যক্তি। আতঙ্কে তিনি খবর দেন গ্রামপ্রধানকে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে […]