প্রচারের প্রথম দিন ‘শিল্পের ধোঁয়া’ দেখেছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর। সমাজমাধ্যম জুড়ে ‘মিম’-এর বন্যা বয়ে গিয়েছিল। যদিও সেই সবে পাত্তা দেননি রচনা। তিনি দই খেয়ে সিঙ্গুরের গরুর প্রশংসা করেছেন। ফলপ্রকাশের আগের দিনে ‘রিলাক্সড মুড’-এ রচনা জানিয়ে দেন তিনি ভাগ্যে বিশ্বাসী। আর ফল যা-ই হোক, তিনি মেনে নেবেন। মঙ্গলবার ফলঘোষণার পর দেখা গেল ‘ভাগ্য সহায়’ তৃণমূলের তারকা প্রার্থীর। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে পরাজিত করে রচনা বললেন, ‘‘বলতে পারব না কে ধোঁয়া দেখছেন এখন।’’ আবার এ-ও বললেন, ‘‘পরের বার এক প্লেট দই নিয়ে বসে কথা বলব।’’
Related Posts
হুগলিতে ভোট শেষে অশান্তি, বাড়ি ফেরার পথে ‘আক্রান্ত’ ২ মহিলা তৃণমূল কর্মী
হুগলিতে ভোট শেষে বাড়ি ফেরার পথে ‘আক্রান্ত’ দুই মহিলা তৃণমূল কর্মী। অভিযোগের তির বিজেপির দিকে। চাঞ্চল্য হুগলির বলাগড়ে। সূত্রে খবর, একজনের নাম অপর্ণা মন্ডল, আর একজন সঞ্চিতা মন্ডল। দু’জনেরই বাড়ি বলাগড়ের চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের চররামপুর গ্রামে। আজ, সোমবার পঞ্চম দফায় ভোট হল হুগলিতে। তৃণমূলের বলাগড় ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্য়ায় জানান, দিনভর দলের কাজ করেন অপর্ণা […]
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কর্মীকে বাড়িতে ঢুকে ‘খুন’, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
তৃণমূল কর্মী খুনের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। নিহত ওই তৃণমূল কর্মীর নাম সুরজ শেখ(২১)। ইট দিয়ে আঘাত করে ওই যুবককে খুন করা হয়ে বলে অভিযোগ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে, সামশেরগঞ্জ থানার পুলিশ। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার হঠাৎই বেশ কয়েকজন দুষ্কৃতী এলাকায় ইট পাটকেল ছুড়তে শুরু করে। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। […]
দিঘায় মহিলার উপর দিয়ে চলে গেল স্পিডবোট, অল্পের জন্য প্রাণ রক্ষা
দিঘায় ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনা। মহিলা পর্যটকের উপর দিয়ে চলে গেল স্পিডবোট। অল্পের জন্য প্রাণে রক্ষা। তবে গুরুতর আহত ওই পর্যটক মহিলা। জানা গিয়েছে, আহত ওই মহিলা পর্যটকের নাম ইয়াসমিনা খাতুন খাসখামার। বয়স ৩২ বছর। তার বাড়ি বাউড়িয়ায়। পরিবারের সঙ্গে রবিবারই নববর্ষে দিঘায় বেড়াতে আসেন। এরপর এদিন স্পিডবোটে ওঠেন। তখনই দুর্ঘটনা।