চলন্ত ট্রেনে কিশোরীর শ্লীলতাহানি, গণপিটুনিতে মৃত্যু অভিযুক্ত রেলকর্মীর

নারী নির্যাতনের নানা ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় তুঙ্গে। এই পরিস্থিতির মধ্যে হামসফর এক্সপ্রেসে এবার নাবালিকার শ্লীলতাহানির ঘটনা। তার জেরে অভিযুক্ত রেলকর্মীকে পিটিয়ে খুন করল নির্যাতিতার পরিবার সহ অন্য যাত্রীরা। পুলিস জানিয়েছে, ১১ বছরের ওই নাবালিকার পরিবার বিহারের বারাউনি থেকে দিল্লির উদ্দেশে হামসফর এক্সপ্রেসে ওঠে। বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ কিশোরীকে নিয়ে তার মা শৌচাগারে গেলে গ্রুপ ডি রেলকর্মী প্রশান্ত কুমার ওই নাবালিকাকে নিজের আসনে বসায়। কিছুক্ষণ পর কিশোরীর মা শৌচাগার থেকে বেরোতেই ওই কিশোরী তাঁকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। বিষয়টি ওই মহিলা তাঁর পরিবারের লোকজন ও অন্য যাত্রীদের জানান। পরে লখনউয়ের আইসবাগ জংশনে ট্রেন পৌঁছালে যাত্রীরা প্রশান্তকে ধরে ফেলে। তারপরই বেধড়ক মারধর শুরু হয়। ট্রেনটি ভোর সাড়ে চারটে নাগাদ কানপুর সেন্ট্রাল স্টেশনে পৌঁছালে অভিযুক্ত রেলকর্মীকে উদ্ধার করে জিআরপি কর্মীরা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে প্রশান্তর পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে। বিহারের সমস্তিপুরের বাসিন্দা প্রশান্ত। তাঁর কাকা পবন বলেন, ‘প্রশান্ত এই ধরনের ছেলেই নয়। তাকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে। চলন্ত ট্রেনে এতক্ষণ ধরে তাকে পেটানো হল। অথচ আরপিএফের কেউ ঘটনাস্থলে ছিল না।’

error: Content is protected !!