চেন্নাইয়ের ইউনিভার্সিটি অফ ভেলস গুণির কদর করতে জানে। প্রতিষ্ঠান এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, চন্দ্রযান প্রকল্পের অন্যতম ডক্টর পি ভিরামুথুভেলকে একই সম্মানে সম্মানিত করেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের সম্মান দেওয়া নিয়ে বিশেষ অনুষ্ঠান। সেখানেই রাম চরণকে এই বিশেষ সম্মান দেওয়া হবে বলে খবর।
Related Posts
স্বস্তিকা মুখার্জির ফেসবুক পেজে হ্যাকার হানা
হ্যাকারদের কবলে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর ফেসবুর পেজ। হ্যাক হওয়ার কথা জানিয়ে স্বস্তিকা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর অনুগামীদের সতর্ক করে একটি পোস্ট করেন। যেখানে তিনি বলেছেন- ‘আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। আমার টিম সমস্যা সমাধানের জন্য কাজ করছে। যদি আপনি কোনও অবমাননাকর বা অশ্লীল পোস্ট দেখতে পান, দয়া করে এড়িয়ে যাবেন। জেনে নেবেন সেটি আমি নই’। View […]
প্রকাশ্যে বাফটা-র তারিখ ও কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল পোস্টার
শনিবার একদিকে যেমন সামনে এসেছে ব্রিটিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের তারিখ তেমনই প্রকাশ্যে এসেছে কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পোস্টার ৷ জানা গিয়েছে, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি, রবিবার প্রেস্টিজিয়াস বাফটা অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হবে ৷ অন্যদিকে, ১৪ মে থেকে শুরু হতে চলেছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ৷ চলবে ২৫ মে পর্যন্ত ৷ সেই অনুষ্ঠানের অফিসিয়াল পোস্টার […]
ঈদের দিনে সুখবর দিলেন সলমন খান, আগামী বছরেই আসছে ‘সিকন্দর’
প্রতি বছর ঈদে নিজের ছবি নিয়ে প্রেক্ষেগৃহে হাজির হন সকলের প্রিয় ভাইজান সলমন খান। তবে এবারে ঈদের দিনে সলমনের কোনও ছবি মুক্তি পেল না। কিন্তু প্রিয় অনুরাগীদের এক্কেবারে খালি হাতে ফেরালেন না ভাইজান। আগামী বছর ঈদের দিনে মুক্তি পাবে তার পরবর্তী ছবি ‘সিকন্দর’। নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা ঘোষণা করলেন সল্লু ভাই। এ আর মুরুগাদোস […]