ডক্টর সম্মান পেতে চলেছেন রাম চরণ

চেন্নাইয়ের ইউনিভার্সিটি অফ ভেলস গুণির কদর করতে জানে। প্রতিষ্ঠান এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, চন্দ্রযান প্রকল্পের অন্যতম ডক্টর পি ভিরামুথুভেলকে একই সম্মানে সম্মানিত করেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের সম্মান দেওয়া নিয়ে বিশেষ অনুষ্ঠান। সেখানেই রাম চরণকে এই বিশেষ সম্মান দেওয়া হবে বলে খবর। 

error: Content is protected !!