রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অন্তবর্তীকালীন অধ্যক্ষ নির্বাচিত করা হল। নতুন অন্তবর্তীকালীন অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজের প্রয়াণের পর তাঁকে নতুন অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হল। স্বামী গৌতমানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তীকালীন সপ্তদশ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। যতদিন না পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত হচ্ছেন, ততদিন পর্যন্ত সমস্ত কাজকর্ম পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসাবে তিনি দায়িত্ব নিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্বর্তিকালীন সংগঠক হিসাবে কাজ পরিচালনা করবেন তিনি। রামকৃষ্ণ মিশন সূত্রে খবর, স্বামী গৌতমানন্দজি ১৯৫১ সালে রামকৃষ্ণ আন্দোলনে যোগদান করেন এবং স্বামী রঙ্গনাথানন্দজির অধীনে তার প্রাথমিক আধ্যাত্মিক প্রশিক্ষণ লাভ করেন এবং ১৯৬৬ সালে আদেশের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি কর্তৃক সন্ন্যাসী হিসেবে নিযুক্ত হন। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী স্মরণানন্দ মহারাজ। এর আগে স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে ২০১৭ সালের ১৭ জুলাই অধ্যক্ষ হিসাবে তাঁর হাতে রামকৃষ্ণ মঠ ও মিশনের দায়িত্ব তুলে দেওয়া হয়। গত ২৯ জানুয়ারি মূত্রনালিতে সংক্রমণের কারণে তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়েছিল। এরপর থেকেই দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন ছিলেন। এরপর গত ২৬ মার্চ তাঁর মহা প্রয়াণ ঘটে। তাঁর প্রয়াণের পর রামকৃষ্ণ মঠ এবং মিশনের দায়িত্ব সামলানোর জন্য আপাতত অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ নির্বাচন করা হল মিশনের তরফে। অছি পরিষদ আপাতত তাঁকে অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করল। যতদিন না পর্যন্ত স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত করা হচ্ছে, ততদিন তাঁকে অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ দায়িত্ব সামলাতে হবে।
Related Posts
হাওড়ায় রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা, যুবকের কীর্তিতে নাজেহাল পুলিশ
হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক যুবকের। যুবকটিকে উদ্ধার করেন পুলিশ কর্মীরা। যুবকটি মানসিকভাবে অসুস্থ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যুবকটির নাম, পরিচয় এবং বাসস্থান জানার চেষ্টা করছে পুলিশ। হাওড়া ব্রিজে ব্যস্ত সময়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালে হাওড়া ব্রিজে ফুটপাথের রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ মারার চেষ্টা করে এক যুবক। কর্তব্যরত […]
সন্দেশখালিতে স্টিং ভিডিও নিয়ে বিজেপির বিক্ষোভ, বিধায়কের সামনেই তৃণমূল কর্মীকে মার
ভোটের আবহে স্টিং ভিডিও নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের নেতৃত্বে এদিন সন্দেশখালি থানা ঘেরাও করা হয়। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিও হয় বিজেপি কর্মী সমর্থকদের। এরপরই তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল নেতা দিলীপ মল্লিক গ্রামের একটি বাড়িতে আছেন বলে খবর পান স্থানীয় মহিলারা। বাড়ি […]
পশ্চিম মেদিনীপুরে প্রচুর নগর অর্থ সহ গ্রেফতার বিজেপি নেতা! এসপিকে বদলি করল নির্বাচন কমিশন! ‘এটাই মোদির গ্যারান্টি’ কটাক্ষ অভিষেকের
ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে মেদিনীপুর কেন্দ্রে। এর মাঝেই পশ্চিম মেদিনীপুর জেলার এসপিকে বদলির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আজ, সোমবার পঞ্চম দফার ভোটের মাঝেই এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যদিও, বিষয়টি নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার আইপিএস […]