ভোটের মুখে আর রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই। এই নিয়ে টানা সাত বার অপরিবর্তিত রাখা হল ‘রেপো রেট’ (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংক গুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজার্ভ ব্যাংক)। অর্থাৎ আগের মতো রেপো রেট থাকছে ৬.৫ শতাংশই। রেপো রেট অপরিবর্তিত রাখার অর্থ ঋণের সুদের হারও অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।‘মনিটারি পলিসি কমিটি’ (আর্থিক নীতি নির্ধারণ কমিটি বা এমপিসি)-র দ্বিমাসিক বৈঠকে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। রেপো রেট অপরিবর্তিত রাখার প্রসঙ্গে কথা বলতে গিয়ে শক্তিকান্ত আরও জানিয়েছেন, দেশের মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রার কাছাকাছি চলে যাচ্ছে। গত ন’মাসে মূল মুদ্রাস্ফীতি ক্রমাগত হ্রাস পেয়েছে এবং জ্বালানির দামও টানা ছয় মাস ধরে কম।
Related Posts
হেমা-কমিটির রিপোর্টে অস্বস্তিতে কেরালা CPIM, বিজয়ন সরকারকে তোপ জেপি নাড্ডার
মালয়ালম চলচ্চিত্র জগতে আলোড়ন ফেলেছে হেমা-কমিটি রিপোর্ট। তার জেরে অস্বস্তিতে কেরালার CPIM সরকার। এ নিয়ে বিজয়ন সরকারকে একহাত নিলেন BJP-র জেপি নাড্ডাও। হেমা-কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে কী ভাবে কর্মক্ষেত্রে হেনস্থা, লিঙ্গ বৈষম্য এবং মহিলাদের উপর নির্যাতনের মতো ঘটনা ঘটে। যা তীব্র বিতর্ক তৈরি করেছে মালয়ালম চলচ্চিত্র জগতে। BJP-র সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি […]
মেডিক্যাল পরীক্ষার নাম করে আগ্রার হাসপাতালে মধ্যেই ১১ বছরের বালিকাকে ধর্ষণ! গ্রেপ্তার অভিযুক্ত জুনিয়র ডাক্তার
মেডিক্যাল পরীক্ষার নাম করে হাসপাতালের মধ্যেই ১১ বছরের এক বালিকাকে ধর্ষণের অভিযোগ এক জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। আগ্রার সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজের শিশু বিভাগে এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিস। হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ প্রশান্ত কুমার বলেন, দিলশাদ হোসেন (২৮) নামে অভিযুক্ত রেসিডেন্ট জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। অভ্যন্তরীণ ও বিভাগীয় তদন্তের জন্য মোট তিনটি কমিটি […]
বড়সড় রদবদল করল মোদি সরকার, নয়া প্রতিরক্ষা সেক্রেটারি হলেন আরকে সিং
শুক্রবার সচিব পর্যায়ে এক বড়সড় রদবদল করল মোদি সরকার। এই রদবদলের পথ ধরে, প্রধানমন্ত্রীর দফতরের বিশেষ সচিব পূণ্য সলীল শ্রীবাস্তবকে আনা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নয়া সচিব পদে। উল্লেখ্য, আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে এই নয়া সচিবের আগমন আদৌ কি প্রাসঙ্গিক? প্রশ্নটা থেকে যাচ্ছে। আপাতত তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে অফিসার অন […]