‘অবিলম্বে কাজে ফিরুন’, আন্দোলনরত চিকিৎসকদের বার্তা সুপ্রিমকোর্টের

আরজি করের ঘটনায় সুবিচারের দাবিতে কর্মবিরতির পথে হাঁটছেন চিকিৎসকদের একাংশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার বার্তা দেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আশ্বাস দেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যাতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ না করা হয়, সেই বিষয়টির উপর নজর থাকবে। সুপ্রিম কোর্টে এ দিন আরজি কর মামলার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়া অন্য দুই বিচারপতি হলেন জেবি পাদরিওয়ালা এবং মনোজ মিশ্র। আন্দোলনরত চিকিৎসকদের আইনজীবী প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেন, ‘আরজি কর হাসপাতালের চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে।’ প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘কারা ভয় দেখাচ্ছে?’ আইনজীবী বলেন, ‘যারা প্রতিবাদের জন্য মুখ খুলেছিলেন তাঁদের টার্গেট করা হচ্ছে।’ এই বিষয়টি নজর দেওয়ার আশ্বাস প্রধান বিচারপতির। তিনি আরও আশ্বাস দেন, ‘ধর্মঘটী চিকিৎসকদের যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে।’ তাঁদের কাজে ফেরার কথা এ দিন ফের বলে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে আরজি কর মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই এবং রাজ্য। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘চিকিৎসকদের আশ্বস্ত করুন। তাঁদের নিয়ে আমরা উদ্বিগ্ন রয়েছি। আমার পরিবারের এক সদস্য অসুস্থ থাকাকালীন আমি হাসপাতালের মেঝেতে শুয়েছিলাম। সেই সময় আমি চিকিৎসকদের অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ পাই। কোন পরিস্থিতির মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজ করতে হয়, তা দেখেছিলাম। চিকিৎসকরা ৩৬ ঘণ্টার উপর কাজ করেন।’ জুনিয়র চিকিৎসকদের এই দীর্ঘ ডিউটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালত।

error: Content is protected !!