আরজি করের ঘটনায় সুবিচারের দাবিতে কর্মবিরতির পথে হাঁটছেন চিকিৎসকদের একাংশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার বার্তা দেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আশ্বাস দেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যাতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ না করা হয়, সেই বিষয়টির উপর নজর থাকবে। সুপ্রিম কোর্টে এ দিন আরজি কর মামলার শুনানি হয় প্রধান বিচারপতির বেঞ্চে। ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়া অন্য দুই বিচারপতি হলেন জেবি পাদরিওয়ালা এবং মনোজ মিশ্র। আন্দোলনরত চিকিৎসকদের আইনজীবী প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেন, ‘আরজি কর হাসপাতালের চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে।’ প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ‘কারা ভয় দেখাচ্ছে?’ আইনজীবী বলেন, ‘যারা প্রতিবাদের জন্য মুখ খুলেছিলেন তাঁদের টার্গেট করা হচ্ছে।’ এই বিষয়টি নজর দেওয়ার আশ্বাস প্রধান বিচারপতির। তিনি আরও আশ্বাস দেন, ‘ধর্মঘটী চিকিৎসকদের যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে।’ তাঁদের কাজে ফেরার কথা এ দিন ফের বলে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে আরজি কর মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই এবং রাজ্য। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘চিকিৎসকদের আশ্বস্ত করুন। তাঁদের নিয়ে আমরা উদ্বিগ্ন রয়েছি। আমার পরিবারের এক সদস্য অসুস্থ থাকাকালীন আমি হাসপাতালের মেঝেতে শুয়েছিলাম। সেই সময় আমি চিকিৎসকদের অত্যন্ত কাছ থেকে দেখার সুযোগ পাই। কোন পরিস্থিতির মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজ করতে হয়, তা দেখেছিলাম। চিকিৎসকরা ৩৬ ঘণ্টার উপর কাজ করেন।’ জুনিয়র চিকিৎসকদের এই দীর্ঘ ডিউটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালত।
Related Posts
৬ মাস জেলবন্দি থাকার পর স্বস্তি, সুপ্রিমকোর্টে জামিন পেলেন আপ নেতা সঞ্জয় সিং
লোকসভা নির্বাচনের আগে জামিন মঞ্জুর আপ নেতা সঞ্জয় সিংয়ের ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে ৷ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি’র হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি ৷ প্রায় 6 মাস তিনি দুর্নীতি মামলায় জেলবন্দি ছিলেন ৷ উল্লেখ্য, এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সঞ্জয় সিংয়ের জামিনের বিরোধিতা করা হয়নি ৷ সঞ্জয় সিংয়ের জামিন […]
মহারাষ্ট্রের থানের স্কুলে ৪ বছরের ২ শিশুর শ্লীলতাহানি, বিক্ষোভ রেল অবরোধ
নারী নির্যাতনের ঘটনায় সারা দেশে শোরগোল পড়ে গিয়েছে। এবার মহারাষ্ট্রের থানে থেকে সামনে এল আরও এক নক্কারজনক ঘটনা। মাত্র ৪ বছর বয়সী দুই শিশুকেও হতে হল শ্লীলতাহানির শিকার! স্কুলের ভিতরেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই পুলিস মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে তাতে স্থানীয় ও অভিভাবকদের ক্ষোভ কমেনি। জানা গিয়েছে, থানের বাদলাপুরে একটি ইংরেজি মাধ্যম […]
ব্যালেস্টিক মিসাইল অগ্নি ৪-এর সফল উৎক্ষেপণ
মধ্যম পাল্লার ব্যালেস্টিক মিসাইল অগ্নি ৪-এর সফল উৎক্ষেপণ। শুক্রবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মারণ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা বিভাগ। অত্যাধুনিক অগ্নি-৪ (Agni-4) মারণাস্ত্রের বিশেষত্ব হল এটা ৪ হাজার কিলোমিটারের মধ্যে যে কোনও বস্তুকে নিমেষে ধ্বংস করতে পারে। ২০ মিটার দীর্ঘ এই মিসাইল ১০০০ কেজির পেলোড নিতে সক্ষম। রোড মোবাইল লঞ্চার থেকে এই […]