আগামীকাল আরজিকর মামলার শুনানি স্থগিত সুপ্রিমকোর্টে! বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ

আগামীকাল দেশের শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। সব পক্ষের নজর ছিল সেদিকেই। বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্থগিত আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলার শুনানি ছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ নাও বসতে পারে। আর সেই কারণেই পিছিয়ে যেতে পারে এই মামলার শুনানি। তার ফলে কিছুটা হতাশ মামলাকারীরা। যদিও ওইদিন মামলার রিপোর্ট আদালতে জমা দেওয়ার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।  

error: Content is protected !!