দিল্লি আবগারি মামলায় তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ে কে কবিতার জামিন দিল সুপ্রিমকোর্ট

মঙ্গলবার সুপ্রিম কোর্ট দিল্লি আবগারি নীতি মামলায় বিআরএস এমএলসি কে কবিতার জামিন মঞ্জুর করেছে। এই মামলায় তদন্তের প্রকৃতি নিয়ে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ভর্ৎসনা করেছে আদালত। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের মেয়ে কে কবিতা ১৫ মার্চ থেকে জেল হেফাজতে ছিলেন। শুনানি চলাকালীন বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের সুপ্রিম কোর্টের বেঞ্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআইকে দেখাতে বলেছে যে কে কবিতা যে দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত তা প্রমাণ করার জন্য তাদের কাছে কী ‘উপাদান’ রয়েছে। কে কবিতার আইনজীবী মুকুল রোহতগি জামিনের আবেদন জানিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে তদন্ত দুটি সংস্থা শেষ করেছে।সহ-অভিযুক্ত আপ নেতা মণীশ সিসোদিয়াকে জামিন দেওয়ার শীর্ষ আদালতের রায়ের কথাও উল্লেখ করেন তিনি। তদন্তকারী সংস্থার তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, কে কবিতা তাঁর মোবাইল ফোন ফর্ম্যাট করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে তার আচরণ প্রমাণ নষ্ট করার সমান। কে কবিতার আইনজীবী এই অভিযোগকে ‘বোগাস’ বলে অভিহিত করেছেন। পরে বেঞ্চ সংস্থাগুলির আইনজীবীকে কঠিন প্রশ্ন করে। রাজুর কাছে জানতে চাওয়া হয়, ‘কী এমন উপাদান রয়েছে যা থেকে বোঝা যায় যে সে এই অপরাধে জড়িত ছিল?’

error: Content is protected !!