মঙ্গলবার সুপ্রিম কোর্ট দিল্লি আবগারি নীতি মামলায় বিআরএস এমএলসি কে কবিতার জামিন মঞ্জুর করেছে। এই মামলায় তদন্তের প্রকৃতি নিয়ে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে ভর্ৎসনা করেছে আদালত। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের মেয়ে কে কবিতা ১৫ মার্চ থেকে জেল হেফাজতে ছিলেন। শুনানি চলাকালীন বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের সুপ্রিম কোর্টের বেঞ্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআইকে দেখাতে বলেছে যে কে কবিতা যে দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত তা প্রমাণ করার জন্য তাদের কাছে কী ‘উপাদান’ রয়েছে। কে কবিতার আইনজীবী মুকুল রোহতগি জামিনের আবেদন জানিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে তদন্ত দুটি সংস্থা শেষ করেছে।সহ-অভিযুক্ত আপ নেতা মণীশ সিসোদিয়াকে জামিন দেওয়ার শীর্ষ আদালতের রায়ের কথাও উল্লেখ করেন তিনি। তদন্তকারী সংস্থার তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু জানান, কে কবিতা তাঁর মোবাইল ফোন ফর্ম্যাট করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন যে তার আচরণ প্রমাণ নষ্ট করার সমান। কে কবিতার আইনজীবী এই অভিযোগকে ‘বোগাস’ বলে অভিহিত করেছেন। পরে বেঞ্চ সংস্থাগুলির আইনজীবীকে কঠিন প্রশ্ন করে। রাজুর কাছে জানতে চাওয়া হয়, ‘কী এমন উপাদান রয়েছে যা থেকে বোঝা যায় যে সে এই অপরাধে জড়িত ছিল?’
Related Posts
আমুলের পর দুধের দাম বাড়াল মাদার ডেয়ারি
আমুলের পর এবার দুধের দাম বাড়িয়েছে মাদার ডেইরিও। ৩ জুন থেকে প্রতি লিটার দুধের দাম ২ টাকা বাড়িয়েছে সংস্থাটি। এই বৃদ্ধির পর, এখন মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম বেড়েছে প্রতি লিটারে ৬৮ টাকা, টনড দুধের দাম ৫৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৬ টাকা। মাদার ডেয়ারি দুগ্ধ খামারিদের কাছ থেকে কোম্পানির কাঁচা দুধ সংগ্রহের ব্যয় […]
অনুমতির চেয়ে বেশি গতিতে ট্রেন চালানোর জন্য সাসপেন্ড চালক-সহকারী
গতিমান এক্সপ্রেস এবং মালওয়া এক্সপ্রেসের চালক এবং সহকারীকে এমন একটি বিভাগে 120 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ট্রেন চালানোর জন্য স্থগিত করা হয়েছে যেখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গতিসীমা 20 কিলোমিটার প্রতি ঘণ্টায় সীমাবদ্ধ ছিল। ঘটনাটি সম্প্রতি ঘটেছে, যেখানে উভয় ট্রেনের ক্রুই সতর্কতামূলক গতি সীমা লঙ্ঘন করেছে যেমন আগ্রা ক্যান্টের কাছে জাজাউ এবং মানিয়ান রেলওয়ে স্টেশনের মধ্যে, […]
মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে প্রায় ৩ ঘণ্টার বৈঠক অভিষেকের
মহারাষ্ট্রের শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে মুম্বই উড়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, উদ্ধব ঠাকরের ডাকে সাড়া দিয়েই মুম্বই গিয়েছেন অভিষেক। সেখানে উদ্ধবের বাসভবন মাতোশ্রীতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসেন দুই নেতা। অভিষেকের সঙ্গে ছিলেন ডেরেক ও’ব্রায়েনও। তিন ঘণ্টা ধরে বৈঠক […]