মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে উল্টে গেল ট্রলার ৷ নিখোঁজ ৯ মৎস্যজীবী। শুক্রবার গভীর রাতে বঙ্গোপসাগরের বাঘের চর এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়েন ওই মৎস্যজীবীরা৷ ট্রলারটির নাম এফবি বাবা গোবিন্দ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে প্রায় ১৭ ন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল বাবা গোবিন্দ নামের ট্রলারটি। আর শুক্রবার আবহাওয়ার ফেরেই এমন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ট্রলারটি। গতকালের ঘটনায় কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, “গতকাল গভীর রাতে আচমকাই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে উল্টে যায় ট্রলারটি। আশেপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পেয়ে ৮ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। এখনও ৯ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। মৎস্যজীবীদের অনুমান, বাকিরা ওই ট্রলারের ভিতরে আটকে পড়েছেন। ডুবে যাওয়া ট্রলারটিকে উদ্ধার করা হয়েছে। কিন্তু চারিদিকে জাল ও সমুদ্র উত্তাল থাকায় তার ভিতরে তল্লাশি চালানো যায়নি। ট্রলারটিকে উপকূলের দিকে টেনে আনা হচ্ছে ৷”
Related Posts
প্রশ্নপত্র ফাঁস রুখতে আমরা বদ্ধপরিকর, NEET ও NET দুর্নীতি কাণ্ড নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি
তৃতীয় মোদী সরকারের প্রথম সংসদ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। সংসদের নিম্নকক্ষ লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবে ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদী। সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষায় (নিট) কারচুপি, অগ্নিপথ প্রকল্প-সহ বিভিন্ন ইস্যু নিয়ে এবার সংসদ অধিবেশন উত্তাল হয়েছে। সেইসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কী বলেন, সেদিকে নজর আছে। নরেন্দ্র মোদী: প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী […]
উত্তরাখণ্ডের বদ্রীনাথে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু
বিহারের পর এবার উত্তরাখণ্ডে। বদ্রীনারায়ণে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। আজ, বৃহস্পতিবার এই ভয়ংকর ঘটনাটি ঘটেছে। তবে একটাই স্বস্তির খবর, ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। অল ওয়েদার রোড প্রকল্পের আওতায় সেতুটি তৈরি হচ্ছিল। ১১০ মিটার দীর্ঘ এই সিগনেচার ব্রিজটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার নারকোটা অঞ্চলে বদ্রীনাথ হাইওয়ের উপর তৈরি হচ্ছিল। ২০২১ সাল থেকে এর নির্মাণকাজ চলছে। এখানে প্রতিদিন […]
বিজেপি প্রার্থীর গাড়ির ধাক্কায় মৃত ২, কাঠগড়ায় বৃজভূষণ সরণ সিংয়ের ছেলে করণভূষণ
ফের বিতর্কে বিজেপি সাংসদ বৃজভূষণ সরণ সিং। তবে এবার সরাসরি তিনি নন, এবার তাঁর ছেলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রধান বৃজভূষণ সরণ সিংয়ের ছেলে এবং চলতি লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী করণভূষণ সিংয়ের কনভয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। সেইসঙ্গে গুরুতর আহত হয়েছেন এক মহিলা। দুর্ঘটনার পরই প্রতিবাদে সরব হন […]