৭৭তম লোকার্ণ ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হলেন শাহরুখ খান

৭৭তম লোকার্ণ ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হলেন শাহরুখ খান। প্রথম ভারতীয় হিসেবে পেলেন ‘ পারডো আলা কেরিয়ার আসকোনা লোকার্ণ টুরিজম’ সম্মান। ইতালীয় ছবির পরিচালক ফ্রানসেসকো রোসি, আমেরিকান গায়ক ও অভিনেতা হ্যারি বেলাফন্টে এর আগে এই সম্মানে ভূষিত হয়েছেন। আগামী ১০ আগস্ট সুইজারল্যান্ডে ৫৮ বছরের অভিনেতা পুরস্কার গ্রহণ করবেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেবদাস’ এর স্ক্রিনিং হবে হবে ওই দিন। 

error: Content is protected !!