চেন্নাইয়ে ছাত্রদের হোস্টেলে মাদক চক্র! তল্লাশি পুলিশের

হোস্টেলের আড়ালে চলছে মাদকচক্র! পড়ুয়ারা অবাধে চালাচ্ছে গাঁজার লেনদেন। গোপন সূত্র মারফত সেই খবর এসে পৌঁছয় পুলিশের কাছে। চেন্নাইয়ের পোথেরি এলাকার বিভিন্ন ছাত্রাবাসে গিয়ে তদন্ত অভিযান শুরু করেছে চেন্নাই পুলিশ । ওই সকল হোস্টেলে শহরের বিভিন্ন বেসরকারি কলেজের পড়ুয়ারা থাকেন বলে জানা যাচ্ছে। ছাত্রাবাসের আড়ালে পড়ুয়ারা গোপনে গাঁজা পাচার চক্র চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

error: Content is protected !!