প্রয়াত তামিল অভিনেতা বিশ্বেশ্বর রাও

প্রয়াত তামিল অভিনেতা বিশ্বেশ্বর রাও। চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। দীর্ঘদিন ক্যানস্যারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা। জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতির কারণে মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। বিশ্বেশ্বর তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ছ’বছর বয়সে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৩০০ ছবিতে অভিনয় করেছেন। বিশ্বেশ্বর তামিল ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। প্রয়াত অভিনেতা সুরিয়ার পিঠামগন-এ লায়লার বাবার ভূমিকায় অভিনয়ের জন্য জনপ্রিয়তা পান। তিনি মাধবনের ইভানো ওরুভানে বিরক্তিকর এক দোকানের মালিকের সংক্ষিপ্ত ভূমিকার জন্যও প্রশংসা পেয়েছিলেন। বিশ্বেশ্বরা বেশ কয়েকটি তেলেগু ছবিতে কমেডিয়ানের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি ধারাবাহিকেও পার্শ্ব রিত্রেও ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কাজগুলির মধ্যে রয়েছে ভক্ত পোতানা, পোট্টি প্লিডার, সিসিন্দ্রি চিত্তিবাবু এবং আন্দালা রামুডু। তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক সেলিব্রিটি, যেমন চিরঞ্জীবী, নন্দামুরি বালাকৃষ্ণ, পবন কল্যাণ, এবং জুনিয়র এনটিআর, প্রয়াত অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!