গত ২০১৫ সাল থেকে ঝুলে ছিল উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া৷ অবশেষে ৮ বছর পরে দেখা গেল আশার আলো৷ উচ্চ প্রাথমিকের প্রায় ১৪ হাজার শূন্যপদের নিয়োগ প্রক্রিয়ায় ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। এসএসসি-র উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে মেধাতালিকা প্রকাশ করার নির্দেশ দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ৪ সপ্তাহের মধ্যে নতুন করে মেধাতালিকা প্রকাশ করতে হবে বলে জানিয়ে দিল আদালত। আদালতের নির্দেশের পরে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও৷ দুর্গাপুজোর আগেই নিয়োগ হবে বলে ইঙ্গিত দিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। এসএসসি দ্রুততার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে বলে পোস্টে জানান ব্রাত্য। এদিনের পোস্টে ব্রাত্য বসু লেখেন, ‘মাননীয়া মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় সিলমোহর পড়ল মাননীয় কলকাতা উচ্চ ন্যায়ালয়ের৷ আপার প্রাইমারি বিদ্যালয়গুলিতে ১৪ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের জটিলতা কেটে গেল৷ সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত দ্রুততার সঙ্গে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে৷ আশাকরি দুর্গাপুজোর আগেই হাসি ফুটবে কর্মপ্রার্থীদের মুখে’৷ উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য SSC টেট বিজ্ঞপ্তি দিয়েছিল ২০১৫ সালের অগাস্ট মাসে। সেই সময় ৭-৮ লাখ পরীক্ষার্থী বসেন টেটে। ২০১৫ সালেই ফল প্রকাশ হয় উচ্চ প্রাথমিক টেটের। এসএসসি উচ্চ প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় ২৩.০৯.২০১৬ তারিখে। ১৪৩৩৯ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০১৬ সালে টেট ফলপ্রকাশ হয় আর নিয়োগের জন্য ভেরিফিকেশন হয় ২০১৯ সালে। এ নিয়ে একগুচ্ছ অভিযোগে মামলা হয় হাইকোর্টে। অভিযোগ ওঠে, ফর্ম ফিলাপ না করেই, টেটের নম্বর বাড়িয়ে ইন্টারভিউতে ডাকা হয়েছে। নম্বর বিভাজন প্রকাশ না করেই মেধাতালিকা প্রকাশ করার অভিযোগের পাশাপাশি পরীক্ষায় না বসেই ভেরিফিকেশন এবং ইন্টারভিউ হয় ১১ ডিসেম্বর ২০২০ সালে।
Related Posts
কথা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের রায় সত্ত্বেও চাকরিহারারা পেলেন বেতন!
কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি বেতন দেবেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীদের। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এপ্রিল মাসের শেষ দিনে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এপ্রিল মাসের বেতন। তবে কিছুটা স্বস্তি হলেও এখনও অস্বস্তিতেই সদ্য চাকরি হারানোরা। কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে চাকরি বাতিল হয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের। তারপরেই শুরু হয়েছে বিতর্ক। […]
আরজি কর কাণ্ডের প্রতিবাদে নামল জুনিয়র চিকিৎসক সংগঠন
আরজি করে নিহত চিকিৎসকের বিচারের দাবিতে পথে নামল জুনিয়র চিকিৎসক সংগঠন ৷ কলেজ স্কোয়ার থেকে নির্ধারিত সময় মেনেই শুরু হয় জুনিয়র ডক্টর্স ফ্রন্টের মহামিছিল ৷ শ্যামবাজার পর্যন্ত এই দিন মিছিল করেন চিকিৎসকরা ৷ প্রায় ২৫টি মেডিক্যাল কলেজ থেকে জুনিয়র চিকিৎসকেরা সামিল হন মিছিলে ৷ বৃষ্টিতে ভিজে ছাতা মাথায় নিয়ে তাঁদের গলায় স্লোগান ‘বিচার চাই’ ৷ […]
জলপাইগুড়িতে ঝড়ের তাণ্ডবে একাধিক মৃত্যু, বিধ্বস্তদের পাশে দাঁড়াতে রাতেই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী
কালবৈশাখী ঝড়ের তাণ্ডব উত্তরবঙ্গে। আর তাতেই ঘটল বিপত্তি। জলপাইগুড়িতে কিছুক্ষণের ঝড়েই বিপর্যস্ত হয়ে যায় এলাকা। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি, ময়নাগুড়ি-সহ একাধিক এলাকা। ঝড়ে গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে চার ব্যক্তির। আহত শতাধিক। জরুরি ভিত্তিতে রবিবার রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বায়ুসেনা থেকে অনুমতি পেতেই দমদম বিমানবন্দর থেকে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বাগডোগরায় […]