কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ আরজি কর-কাণ্ডে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে তদন্তের দাবিতে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তিনি ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই সুখেন্দুশেখরকে নোটিশ পাঠিয়ে লালবাজারে তলব করে কলকাতা পুলিশ ৷ কিন্তু, পুলিশের সেই নোটিশ তিনি উপেক্ষা করেন ৷ তারপর আজ সকালেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ৷ তৃণমূল সাংসদ আবেদনে উল্লেখ করেছেন, তাঁকে যে কোনও সময় গ্রেফতার করা হতে পারে ৷ পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ করেছেন সুখেন্দুশেখর ৷ তাঁকে যাতে গ্রেফতার করা না-হয়, সেই আবেদনও করেছেন তিনি ৷ তবে, পুলিশের সঙ্গে সবরকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন সাংসদ ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলার আবেদন করা হয় ৷ বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ৷ আগামিকাল এই মামলার শুনানি হবে ৷ প্রসঙ্গত, তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়কে গতকাল দুই দফায় তলব করেছিল লালবাজার। তবে তিনি যাননি।
Related Posts
ডাক্তারদের নিরাপত্তায় ‘প্যানিক বাটন’ সহ একগুচ্ছ নির্দেশিকা নবান্নের, নিরাপত্তার নিয়ে অডিটের বিশেষ দায়িত্বে প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ
এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলনের সাফল্য। ডাক্তারদের নিরাপত্তায় রাজ্যের হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলির পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ নির্দেশিকা দিলেন মুখ্যসচিব। দশ দফা নির্দেশিকা দিয়ে স্বাস্থ্যসচিবকে এই সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ‘প্যানিক বাটন’ সিস্টেম চালু করা। বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থকে। তিনি সমস্ত […]
আরজিকরে ফের বিনা চিকিত্সায় রোগীর মৃত্যু অভিযোগ, ‘আমার ছেলেটাকে ওরা বিনা চিকিৎসায় মেরে ফেলল’!
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক যেদিন ভেস্তে গেল, সেদিনই ফের ‘বিনা চিকিত্সা’য় রোগীর মৃত্যু! আবার সেই আরজি করেই। জানা দিয়েছে, মৃতের নাম নন্দ বিশ্বাস। বাড়ি, নদীয়ার গিলা পোল এলাকায়। গত মঙ্গল জ্বর নিয়ে আরজি করে ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু তেমনভাবে কোনও পরিষেবা পাননি বলে অভিযোগ। পরিবারের লোকেদের দাবি, বৃহস্পতিবার সকাল থেকেই অবস্থার অবনতি হয় […]
‘মমতা পদত্যাগ করুন, মানুষ আর ট্যাক্সের টাকা-বিদ্যুতের বিল দেবে না! বললেন শুভেন্দু অধিকারী
আরজি কর কাণ্ডে প্রতিবাদে এবার নবান্ন অভিযান। সেই কর্মসূচিকে কেন্দ্র করে যখন রণক্ষেত্রের চেহারা নিল সাঁতরাগাছি, তখন ফের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। বললেন, মমতা পিসফুলি করুন, মানুষ আর ট্যাক্সের টাকা-বিদ্যুতের বিল দেবে না।’ শুভেন্দু বলেন, ‘সাঁতরাগাছি বিক্ষোভকারীদের আমি অনুরোধ করে, সাধারণ পুলিসকর্মী, ছাত্র সমাজ-সহ নিরীহ জনগণ, তাঁরা আক্রান্ত হয়েছিল, আক্রান্তের সংখ্যা আরও বেড়ে […]