তৃণমূলের বিরুদ্ধে বিজ্ঞাপন মামলায় সুপ্রিমকোর্টে ধাক্কা খেল বিজেপি

সংবাদমাধ্যম বিজেরপির নির্বাচনী বিজ্ঞাপন দেওয়া নিয়ে আপত্তি ছিল তৃণমূলের। এনিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। দলের বিরুদ্ধে অপমানজনক বিজ্ঞাপন নিয়ে কলকাতা হাইকোর্টে তৃণমূলের করা মামলায় সুবিধ করতে পারেনি বিজেপি।  তৃণমূলের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে গিয়েছিল বিজেপি। এবার তারা সুপ্রিম কোর্টের বড় ধাক্কা খেল। সেখানে বিজেপির করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এনিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, একটা ডাহা মিথ্যের প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করেছিল। আইনি ব্যবস্থাও নিয়েছিল। কোর্ট মান্যতা দিয়েছিল তৃণমূলের অভিযোগের। সুপ্রিম কোর্টেও বিজেপি ধাক্কা খেল অভিযোগ করতে গিয়ে। নির্বাচনী বিজ্ঞাপনের একটি মিথ্যাচারের দলিলে পরিণত করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আমরা বিচারব্যবস্থাকে ধন্যবাদ জানাচ্ছি তারা বিজেপির এই অন্যায় কাজকে সমর্থন করেননি। বিজেপিকে ধাক্কা দিল আদালত। সুপ্রিম কোর্ট তার রায়ে বলেছে, আদালতে এই মামলায় হস্তক্ষেপ করবে কেন? বিজ্ঞাপনগুলি দেখে মনে হয়েছে তা খুবই অপমানজনক। বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপরি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের তরফে বলা হয়, আপনি ভাবতেই পারেন আপনি সেরা। কিন্তু তার জন্য আপনি আদালতকে জড়াতে পারেন না। আপনার প্রতিপক্ষ আপনার শত্রু নয়। কলকাতা হাইকোর্টের তরফে বলা হয়েছিল, তৃণমূলের বিরুদ্ধে কোনও বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না। সুপ্রিম কোর্টেও সেই নিষেধাজ্ঞা বজায় রইল। 

error: Content is protected !!