ন্যাশনাল জুডিশিয়াল পে কমিশনের সুপারিশ মেনে অবসরপ্রাপ্ত বিচারপতি, বিচারক, বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মী, আধিকারিকদের বর্ধিত বেতনের টাকা দিচ্ছে না দেশের ১৮টি রাজ্য- এই অভিযোগে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে৷ এই মর্মে শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেছিল ন্যাশনাল জাজেস অ্যাসোসিয়েশন৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে সওয়াল করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী জানিয়ে দিলেন, রাজ্য সরকার ইতিমধ্যেই বকেয়া টাকা দিয়ে দিয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এ দিন শুনানির সময়ে এজলাসে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং অর্থসচিব মনোজ পন্থ৷ তাঁদের সামনেই বর্ষীয়ান আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, ‘সোমবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে মেটানো হয়েছে টাকা৷ পাশাপাশি নতুন বকেয়া সংক্রান্ত বিল হাতে পাওয়ার চার সপ্তাহের মধ্যেই মেটানো হবে টাকা- এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷’ এ নিয়ে রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে হলফনামাও পেশ করা হয়৷ রাজ্যের ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারকে উল্লেখ করে বকেয়া সংক্রান্ত পাঠানো বিল পাওয়ার পরেই তার পরিপ্রেক্ষিতে মেটানো হবে টাকা- শীর্ষ আদালতকে জানান দ্বিবেদী৷ পশ্চিমবঙ্গ সরকারের এই অবস্থানে সন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট৷
Related Posts
আলোচনার জন্য জুনিয়র চিকিৎসকদের নবান্নে দ্বিতীয় আহ্বান
দীর্ঘ ২৪ ঘন্টা পার হওয়ার পর রাজ্যের মুখ্য সচিব চিঠি দিয়ে নবান্নে আলোচনার জন্য ডাকলেন জুনিয়র ডাক্তারদের। বুধবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ ১০ থেকে ১৫ জনের প্রতিনিধি দলকে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে নবান্নে। তবে জুনিয়র ডাক্তাররা যে দাবিগুলি উল্লেখ করেছিল সেই দাবিগুলির কথা ওই চিঠিতে নেই। মুখ্য সচিবের ওই চিঠিতে পড়ুয়া চিকিৎসকদের উদ্দেশ্যে বলা […]
বিদ্যুৎ বিভ্রাটের জেরে ফের ব্যাহত মেট্রো পরিষেবা
মেট্রোয় ফের বিদ্যুৎ বিভ্রাট। আজ, বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ এসপ্লানেড থেকে ময়দান এই দুটি স্টেশনের মাঝে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ পরিষেবা ব্যাহত হয়। প্রায় ৫০ মিনিট বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে দ্রুত মেরামতি করে ৯টা নাগাদ পরিষেবা স্বাভাবিক করা হয়। মেট্রোর তরফে জানানো হয়েছে, এই ঘটনার জেরে কোনও মেট্রোই […]
সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর গাড়িতে ইট ছুড়ে হামলার অভিযোগে গ্রেফতার বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু সিং এবং সুব্রত দাস
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া তরুণীর নাম রিঙ্কু সিং। বিজেপি মহিলা মোর্চার নেত্রী তিনি। ওইদিন নবান্ন অভিযানে রিঙ্কু এবং তাঁর সঙ্গীদের হাতে ইট দেখা গিয়েছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এসবের ভিত্তিতেই পুলিশ রিঙ্কুকে গ্রেফতার করেছে। ট্র্যাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে আঘাতের ঘটনায় ধরপাকড় শুরু করেছে লালবাজার। এই ইট ছুড়ে চোখে আঘাতের ঘটনায় দু’জনকে […]