কলকাতা হাইকোর্ট ২ সপ্তাহ আগেই শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছিল। সেই অনুমতি পেতেই লোকসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগে রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মঞ্চে রয়েছেন তাপস রায়, রুদ্রনীল ঘোষ, অসীম সরকার, কৌস্তভ বাগচীরা। রবিবার সকাল ১০টায় ধর্নামঞ্চে উপস্থিত হন শুভেন্দু। আজকের ধর্নায় উপস্থিত রয়েছেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরাও। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৩০০ জন উপস্থিত রয়েছেন আজকের অবস্থান বিক্ষোভে। ধর্না চলবে বিকেল দু’টো পর্যন্ত। দলীয় কর্মীদের হাতে রয়েছে প্ল্যাকার্ড, পোস্টার। বিজেপির কর্মীদের উপর অত্যাচারের ছবি নিয়েও ধর্নায় উপস্থিত কয়েকজন। ভোট পরবর্তী হিংসার অভিযোগে আক্রান্তদের নিয়ে জুনের শেষেই রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন শুভেন্দু। রাজভবন চত্বরে ১৪৪ ধারা জারি থাকায় কলকাতা পুলিশ সেই অনুমতি দেয়নি। যা ঘিরে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শেষমেশ রাজভবন চত্বরে শুভেন্দুদের ধর্নার অনুমতি দেয় রাজ্য সরকার। তারপরেও দিনক্ষণ নিয়ে সমস্যা চলছিলই। পরপর দুই রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ অনুষ্ঠান, রথযাত্রা থাকায় কর্মসূচি করতে রাজি হয়নি বিজেপি। ১৪ জুলাইয়ের কথা আদালতে জানান রাজ্যের আইনজীবী। এরপরই শর্তসাপেক্ষ ধর্নার অনুমতি দেয় কলকাতা হাই কোর্ট।
Related Posts
তৃণমূলের চাপের মুখে নতিস্বীকার, এনআইএ এসপি ডি আর সিংকে দিল্লিতে তলব
ভোটের সময় চার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধানকে বদল করার দাবি সামনে রেখে এবং অবাধ ও সুষ্ঠ নির্বাচন নিশ্চিত করতে সোমবারের পর আজ মঙ্গলবারও দিল্লিতে ধর্নায় বসল তৃণমূল নেতৃত্ব। প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্তা, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস।তৃণমূলের যুবনেতা সুদীপ রাহাও রয়েছেন তাদের […]
আরজি করের প্রতিবাদে এবার ‘শিক্ষারত্ন’ পুরস্কার ফেরালেন বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস
আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই প্রতিবাদে এবং বিচারের দাবিতে আন্দোলন বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া সম্মান ফেরাতে শুরু করেছেন শিক্ষক এবং নাট্যব্যক্তিত্বরা। সেই আবহে এবার রাজ্য সরকারের দেওয়া সম্মান ফেরানোর কথা ঘোষণা করলেন দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস। বিজেপি বিধায়ককে শিক্ষারত্ন পুরস্কার দেওয়ার কথা ঘোষণা […]
জুনিয়র ডাক্তারদের নিয়ে তাঁর বক্তব্যকে বিকৃত করেছে সংবাদমাধ্যমের একাংশ, সরব মুখ্যমন্ত্রী
জুনিয়র ডাক্তারদের নিয়ে তাঁর বক্তব্যকে সংবাদমাধ্যমে বিকৃত করা হয়েছে । এই অভিযোগে সোশাল মিডিয়ায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি তাঁর এক্স হ্যান্ডেলে দীর্ঘ একটি পোস্ট করে দাবি করেছেন যে, তাঁর কথাকে বিকৃত করে তাঁর বিরুদ্ধে চিকিৎসক ছাত্রদের হুমকি দেওয়ার যে অভিযোগ সংবাদমাধ্যমগুলিতে আনা হয়েছে, তা সর্বৈব মিথ্যা ৷ প্রসঙ্গত, গতকাল তৃণমূল ছাত্র পরিষদের […]