ফের মামলার গেরোয় উচ্চপ্রাথমিকে নিয়োগ। পুজোর আগে নিয়োগ নিয়ে বড় সংশয় দেখা দিল। সুপ্রিম কোর্টে মামলা দায়ের একাধিক বঞ্চিত প্রার্থীর। নিয়োগে অনিয়ম, সংরক্ষণ নীতি বিরোধী হাইকোর্ট রায়। কেন ১৪০৫২ শূন্যপদে নিয়োগ, সেই প্রশ্ন তুলে মামলা করা হল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল রাজীব ব্রহ্ম সহ একাধিক বঞ্চিত প্রার্থী। প্রায় ৮ বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে কেটেছিল জট। ১৪ হাজার ৫২টি পদে নিয়োগে সবুজ সঙ্কেত দিয়েছিল হাইকোর্ট। মেধাতালিকা থেকে বাদ ১ হাজার ৪৬৩ যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয় হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে, সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। পরে গোটা প্রক্রিয়া সম্পন্ন হয়ে মেধাতালিকা যখন প্রকাশিত হয়, তাতে ১৪ হাজার ৫২ জনের নাম ছিল। এর পর ২০২১ সালে SSC জানায়, OMR শিটগুলি পুনরায় মূল্যায়ন করে ১ হাজার ৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ পড়া ১৪৬৩ জন অন্য একাধিক মামলায় যুক্ত হন।
Related Posts
তেলেঙ্গানায় স্কুলের হস্টেলে খাবারের মধ্যে টিকটিকি, অসুস্থ ৩৫
হস্টেলের ব্রেকফাস্টে টিকটিকি! সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৩৫ জন পড়ুয়া। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল তেলেঙ্গানায়। ইতিমধ্যেই রাঁধুনি ও তাঁর সহকারীকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে হস্টেলের কেয়ারটেকার ও স্পেশাল অফিসারকে শো কজ করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের মেদক জেলার টি জি মডেল স্কুলের হস্টেলে এই ঘটনা ঘটেছে। পড়ুয়ারা সকালের খাবার খাওয়ার পরই আচমকা […]
মন্ত্রীদের নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী, 8টি মন্ত্রে বেঁধে দিলেন আগামীদিনের কর্মসূচি
ম্যারাথন বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন সমস্ত মন্ত্রীরা। সেখান থেকে তিনি চারটি মন্ত্রে বেঁধে দিলেন আগামীদিনের কর্মসূচি। সম্পাদন, সংস্কার, রূপান্তর এবং অবহিত করার মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রায় ৫ ঘন্টা ধরে মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই সরকারের আগামীদিনের কাজের রূপরেখা বেঁধে দেন তিনি। সরকার দেশে যে উন্নতির কাজ করছে সেগুলি […]
‘দিল্লিতে দলের বৈঠকে এসে জানতে পারলাম আমি প্রাক্তন’, ক্ষুব্ধ অধীর রঞ্জন চৌধুরী
ক্ষুব্ধ বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ ও রাজ্য কংগ্রেসের ‘বর্তমান’ সভাপতি অধীররঞ্জন চৌধুরী। দিল্লিতে দলের এক বৈঠকে তাঁকে প্রাক্তন বলে সম্বোধন করা হয়। মঙ্গলবার সেই প্রসঙ্গেই অধীরের প্রতিক্রিয়া, ‘বাংলার কংগ্রেস এখন দু’জন চালাচ্ছে। গোলাম মীর এবং সিং সাহেব। গতকালের বৈঠক শুরু হওয়ার আগে হঠাৎ করে গোলাম মীর সিং বলে উঠলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।’ অধীরের কথায়, তিনি […]