কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এডিটেড ভিডিও মামলায় এবার নোটিশ পাঠানো হল তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে। দিল্লি পুলিশের তরফে সোমবার তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হয়। অমিত শাহর ফেক ভিডিয়ো অর্থাৎ এডিটেড ভিডিও প্রকাশ মামলার জেরেই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হয়। তাঁকে নিজের মোবাইল ফোন দিল্লি পুলিশের কাছে জমা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। ১ মে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে হাজিরা দিতে হবে বলে খবর। সম্প্রতি অমিত শাহর একটি এডিটেড ভিডিয়ো প্রকাশ পায় বলে খবর।ওই ফেক ভিডিওতে শাহকে বলতে শোনা যায়, বিজেপি ক্ষমতায় এলে এসসি, এসটি এবং ওবিসিদের সংরক্ষণ পদ্ধতি তুলে দেওয়া হবে। তপশিলী জাতি, উপজাতি এবং ওবিসিদের যে সংরক্ষণ কোটা রয়েছে, তা ‘অসংবিধানিক’ বলেও মন্তব্য করতে শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। অমিত শাহর ওই ফেক ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অভিযোগ দায়ের করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। বিজেপিও একটি এফআইআর দায়ের করে। এরপরই অমিত শাহর এডিটেড ভিডিয়ো মামলায় নোটিশ পাঠানো হয় তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে।
Related Posts
সংসদে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক রাজ্যের দাবি জানালেন বিজেপি সাংসদ
পশ্চিমবঙ্গ ভেঙে পৃথক রাজ্যের দাবিতে সরব হলেন গ্রেটার নেতা তথা বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ। বুধবার সংসদে এই দাবি তোলেন তিনি। অনন্তের দাবি, পশ্চিমবঙ্গ ও অসমে কোচবিহারের অন্তর্ভুক্তি বেআইনি, অসাংবিধানিক। এই আবহে অমিত শাহের উদ্দেশে অনন্ত বলেন, ‘স্বাধীনতার পর কোচবিহারের মানুষের প্রতি যে অবিচার হয়েছে, তা যেন শোধরানো হয়।’ এদিকে বিজেপির অপর এক রাজ্যসভা সাংসদ […]
ব্রেক ফেল! চলন্ত বাস থেকেই ঝাপ অমরনাথ পুণ্যার্থীদের, আহত ১০
একদিকে হাথরসে পদপিষ্ট হয়ে মৃত ১২১। অন্যদিকে ভয়ংকর বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন অমরনাথ যাত্রার তীর্থযাত্রীরা। জানা গিয়েছে, মঙ্গলবার রামবন জেলার জাতীয় সড়ক ৪৪-এ বাস করে যাচ্ছিলেন পুণ্যার্থীরা। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। প্রায় ৪০ জন তীর্থযাত্রী পঞ্জাবের হোশিয়ারপুরে ফিরছিলেন। ব্রেক ফেলের কারণে বানিহালের কাছে নাচলানা পৌঁছানোর পর চালক গাড়ি থামাতে ব্যর্থ হন। জানা গিয়েছে, ঘটনায়া […]
সিকিমের লাচুংয়ে ধসে আটকে পড়ল প্রায় দেড় হাজার পর্যটক
বর্ষা শুরু হতেই ভূমিধসে ভয়ঙ্কর অবস্থা হল উত্তর সিকিমের লাচুংয়ে। আর তার জেরে অন্তত দেড় হাজার পর্যটক আটকে পড়েছেন বলে খবর। শনিবার থেকে চুংথাং–লাচুং সড়কে যান চলাচল বন্ধ। তারপর রবিবার সিকিমে অতিভারী বর্ষণের ‘কমলা’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাতিল হতে পারে উড়ান পরিষেবাও। লাচুংয়ে আটকে যাওয়া পর্যটকরা আতঙ্কে আছেন। তাদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে […]