বুধবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জন। পুলিশ সূত্রে খবর, আজ ভোরবেলায় মুসুনুর টোল প্লাজায় দুর্ঘটনাটি ঘটে। চেন্নাই থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন গাড়ির যাত্রীরা। সামনের একটি লরিকে ওভারটেক করার সময়েই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়িটি বেপরোয়া গতিতেই যাচ্ছিল। দুর্ঘটনার পর গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। গাড়ি থেকে সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত তিনজনের মধ্যে দুইজন মহিলা। আহতরা এখনও চিকিৎসাধীন।
Related Posts
দিল্লির IAS কোচিং সেন্টার কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩, বিক্ষোভ জারি
দিল্লির ওল্ড রাজেন্দর নগর এলাকায় আইএএস কোচিং সেন্টারের বেসমেন্ট থেকে একের পর এক পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। ভারী বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা। জল ঢুকেছিল কোচিং সেন্টারেও। সেখান থেকেই বিপত্তি। এনডিআরএফের উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত দুই ছাত্রী এবং একজন ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় দিল্লি পুলিশ ফৌজদারি মামলা দায়ের করেছে […]
🔴LIVE: বাজেট ২০২৪
সকাল ১১টা নাগাদ বাজেট বক্তৃতা শুরু। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই তাঁর সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। চলতি বছরের লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ফলে কেন্দ্রে তৈরি হয়েছে এনডিএ জোটের সরকার। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এর ফলে এবারের বাজেটে একাধিক চমক দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আর জি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলায় হস্তক্ষেপ সুপ্রিমকোর্টের, মঙ্গলবারে শুনানি
কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর কাণ্ডের তদন্তভার উঠেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে। এবার বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে চলেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে এ নিয়ে শুনানি রয়েছে। স্বতঃপ্রণোদিত ভাবে এই মামলায় হস্তক্ষেপ করছে আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ মামলার শুনানি করবে। কলকাতার আর জি কর হাসপাতালে ৩১ […]