বৃহস্পতিবার সকালে বিহারের রাজধানী পাটনায় রেলওয়ে জংশনের কাছে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন এতটাই তীব্র যে তা আশেপাশের ভবনগুলোকেও গ্রাস করেছে। আগুন আশেপাশের তিনটি হোটেলে পুড়ে যায়। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পাল হোটেল থেকে একটি লাশ বের করা হয়েছে। পাশের অমৃত হোটেল থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে এবং প্রায় আধা ঘণ্টার মধ্যে পুরো ভবনটি আগুন ও ধোঁয়ায় ভরে যায়। আগুন হোটেল সংলগ্ন বিল্ডিংয়েও পৌঁছে এবং উভয় ভবন থেকে শুধু আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছিল। দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। এতে চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে পিএমসিএইচে ভর্তি করা হয়েছে। জানা গেছে, স্টেশন রোডের কাছে অবস্থিত পাল হোটেলে হঠাৎ আগুন লাগে। গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সম্ভাবনা রয়েছে। হোটেলে অনেকের আটকে থাকারও আশঙ্কা রয়েছে। ফায়ার ব্রিগেডের দল আটকে পড়াদের উদ্ধার করছে।
Related Posts
‘আদানিরা যে টাকা সরিয়েছে তাতে অংশীদারিত্ব রয়েছে কেন্দ্রীয় সংস্থা সেবির প্রধানের,’ দাবি হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থার
শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে শেয়ারদর ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানোর অভিযোগ তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। সেই সংস্থাই শনিবার তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে লিখেছে, “আদানিরা যে টাকা সরিয়েছে তাতে অংশীদারিত্ব রয়েছে কেন্দ্রীয় সংস্থা সেবির প্রধানের।” শনিবার সকালেই হিন্ডেনবার্গ ইঙ্গিত দিয়েছিল, তারা এমন একটি তথ্য প্রকাশ্যে আনতে চলেছে, যা ‘বিস্ফোরক’ হবে। শনিবার বেশি রাতে […]
কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ, সাংসদ পদ খোয়াতে পারেন কঙ্গনা রানাওয়াত! হাইকোর্টে মামলা দায়ের
হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের নির্বাচন বাতিল হতে পারে! এমনই জল্পনা শুরু হয়েছে। কারণ ওই আসনের পুরো নির্বাচন প্রক্রিয়া বাতিল করতে চেয়ে হিমাচল প্রদেশের হাইকোর্টে মামলা করেছেন কিন্নরের এক বাসিন্দা। তাঁর মামলার ভিত্তিতে মান্ডির বর্তমান বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চিঠিও দিয়েছে আদালত। আগামী ২১ আগস্টের মধ্যে কঙ্গনাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আদালতের রায়ে যদি […]
বিহারে বন্যাকবলিত একাধিক এলাকায় স্কুল বন্ধের নির্দেশ
বিহার সরকারের ডিএম বন্যা কবলিত এলাকাগুলোতে স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। স্কুলের পড়ুয়ারা ঠিক মতো করে বন্যার কারণে যাতায়াত করতে পারছে না। গত শুক্রবার এক শিক্ষক নদী পার করার সময় গঙ্গায় পড়ে গিয়ে তলিয়ে যান। সেই কারণে বিহার সরকারের ডিএম সিদ্ধান্ত নিয়েছে এবং এক বিজ্ঞপ্তি জারি করেছেন যে অঞ্চলগুলো ডিএম এর আওতায় পরে সেই অঞ্চলগুলোয় […]