তিলজলায় পুকুরে স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে গিয়ে মৃত্যু হল তিন কিশোরের৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে তিলজলার চৌবাগা এলাকায়৷ ইতিমধ্যেই পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে তিলজলা থানার পুলিশ৷ স্থানীয় সূত্রে খবর, মৃত তিন কিশোরের নাম মহম্মদ ইমতিয়াজ (১৪), মহম্মদ হায়দেরিয়াল (১৫) এবং মহম্মদ সাহিল (১৬)৷ জানা গিয়েছে, তিন জন কিশোরের কেউই সাঁতার জানত না৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চৌবাগা এলাকার ওই পুকুরে এ দিন বিকেলের দিকে স্নান করতে আসে ওই চার-পাঁচ জন কিশোর৷ প্রথমে পুকুরে নামে এক কিশোর৷ সাঁতার না জানায় জলে ডুবতে থাকে সে৷ তাকে বাঁচাতে বাকি দু জন জলে ঝাঁপ দেয়৷ কিন্তু সাঁতার না জানায় তিনজনই পুকুরের জলে তলিয়ে যায়৷
Related Posts
হাইকোর্টের নজরদারিতে তদন্ত চেয়ে মামলা মৃত চিকিৎসকের পরিবারের
মুখ্যমন্ত্রীর আশ্বাসেও নেই ভরসা। পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি কর মেডিক্যালে নিহত মহিলা চিকিৎসকের বাবা – মা। মঙ্গলবার তাঁরা আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবি জানিয়ে আবেদন করেন। মামলাটি গ্রহণ করেছে হাইকোর্ট। চলতি সপ্তাহেই তার শুনানি হতে পারে বলে মনে করা হচ্ছে। আরজি কর মেডিক্যালের ঘটনায় ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে ৪টি পৃথক জনস্বার্থ […]
বড়বাজারে প্লাস্টিকের গুদামে ভায়াবহ আগুন
বড়বাজারে প্লাস্টিকের গুদামে ভায়াবহ আগুন। জানা গেছে, গোবিন্দচাঁদ ধর লেনে, নাখোদা মসজিদের উলটো দিকের প্লাস্টিক -কার্টুনের গুদামে ভয়াবহ আগুন লাগে ৷ সোমবার পাঁচটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। পাশেই দমকলের অফিস থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আধিকারাকিরা। কিন্তু, আগুন নেভাতে ও […]
‘আন্দোলনে অস্ত্র নিয়ে যেতে হবে, ভয় পেলে চলবে না’, অডিও প্রকাশ্যে আসতেই যুবভারতীর আশপাশে জমায়েত নিষিদ্ধ করল পুলিশ
‘অস্ত্র নিয়ে যেতে হবে, ভয় পেলে চলবে না’- এমনই অডিয়ো শুনিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের আশপাশে জমায়েত নিষিদ্ধ করল বিধাননগর পুলিশ কমিশনারেট। রবিবার বিকেল চারটে থেকে রাত ১২ টা পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি (যা ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারার সমতুল্য) করা হয়েছে। এমন সময় সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যে সময় যুবভারতী চত্বরে মিছিল […]