গরমে পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল ৩ কিশোরের

তিলজলায় পুকুরে স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে গিয়ে মৃত্যু হল তিন কিশোরের৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে তিলজলার চৌবাগা এলাকায়৷ ইতিমধ্যেই পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করেছে তিলজলা থানার পুলিশ৷ স্থানীয় সূত্রে খবর, মৃত তিন কিশোরের নাম মহম্মদ ইমতিয়াজ (১৪), মহম্মদ হায়দেরিয়াল (১৫) এবং মহম্মদ সাহিল (১৬)৷ জানা গিয়েছে, তিন জন কিশোরের কেউই সাঁতার জানত না৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, চৌবাগা এলাকার ওই পুকুরে এ দিন বিকেলের দিকে স্নান করতে আসে ওই চার-পাঁচ জন কিশোর৷ প্রথমে পুকুরে নামে এক কিশোর৷ সাঁতার না জানায় জলে ডুবতে থাকে সে৷ তাকে বাঁচাতে বাকি দু জন জলে ঝাঁপ দেয়৷ কিন্তু সাঁতার না জানায় তিনজনই পুকুরের জলে তলিয়ে যায়৷

error: Content is protected !!