কলকাতার তথ্যপ্রযুক্তি হাব থেকে তিনটি নয়া রুটে বাস চালু করা হচ্ছে। সেইসঙ্গে হাওড়া এবং শিয়ালদার মধ্যেও একটি পুরনো রুটে ফের বাস চালু করেছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন বা WBTC)। তাছাড়া পিপিপি মডেলে যে বাস চালানো হচ্ছে, সেটার মাধ্যমেও নয়া রুটে একটি বাস চালু করা হল। যা মহেশতলা থেকে চালু করা হয়েছে। ইনফোসিস থেকে হাওড়া, ইনফোসিস থেকে ঠাকুরপুকুর, ইনফোসিস থেকে বাগবাজার রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। তিনটি রুটেই বৈদ্যুতিক বাস চলবে। যা কলকাতার তথ্যপ্রযুক্তি হাব যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। এতদিন কলকাতার তথ্যপ্রযুক্তি হাবে মাত্র দুটি রুটে বাস চালাত পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। একটি বাস চলত হাওড়া থেকে। অপর বাসটি বেহালা থেকে। এবার সেই তালিকায় আরও তিনটি বাসরুট যুক্ত হচ্ছে। তথ্যপ্রযুক্তি হাবের নিত্যযাত্রীদের বক্তব্য, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের বাসগুলি যে চালু করা হচ্ছে, সেগুলি যেন নিয়মিত পাওয়া যায়।
Related Posts
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
সোমবার সাতসকালেই শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। এর ফলে লাইনচ্যুত হয়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। যদিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় অনেক যাত্রী আহত হয়েছেন। রেল কর্তৃপক্ষের তরফে যদিও কোনও মন্তব্য এখনও করা হয়নি। যে দুটি ডিভিশনের আওতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে অর্থাৎ পূর্ব রেল এবং উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে জানানো […]
ছাত্রদের কোনও দোষ নেই, আরজি কর হাসপাতালে হামলা চালিয়েছে রাম-বাম ‘জোট’!
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে টি পার্টিতে ঢুকেই সরাসরি রাজভবনের বাইরের বারান্দায় চলে যান মুখ্যমন্ত্রী। গতকালের ঘটনা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ‘কাদের উপর রাগ’ কড়া ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বাম-রামের প্রসঙ্গ টেনে বিজেপি এবং সিপিআইএমকে একহাত নিলেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গেই রাজভবনে গিয়েছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতা পৌরসভার […]
পানীয় জলের অপচয় ঠেকাতে এবার কড়া আইনি পথে রাজ্য সরকার
পানীয় জলের অপচয় ঠেকাতে এবার কড়া আইনি পথে হাঁটার চিন্তাভাবনা করেছে রাজ্য সরকারের অধীনে থাকা জনস্বাস্থ্য কারিগরি দফতর (পিএইচই)। এই বিষয়ে বিধানসভায় একটি বিলও আনবে রাজ্য সরকার বলেও খবর। এই বিষয়ে নয়া বিল এবার আসছে বিধানসভায়। বুধবার সে কথা জানিয়ে দিলেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি ও পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায়। এদিকে প্রশাসনের কাছে অভিযোগ এসেছে, […]