আজ বুধবার ইডির তলব পেয়ে সিজিও কমপ্লেক্সে হাজির হলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন সকালে মন্ত্রী পৌঁছন সল্টলেকে ইডির দফতরে। সূত্রের খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করার ক্ষেত্রে ডেকে পাঠানো হয়েছে চন্দ্রনাথ সিনহাকে। তাঁর বাড়িতে আগে ইডি হানা দিয়েছিল। আর তল্লাশি করে মিলেছিল ৪১ লক্ষ টাকা। লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেটা বেশ আলোড়ন ফেলে দেয়। তবে এখানে থেকে থাকেননি ইডি অফিসাররা। আজ বুধবার তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি। তাতেই দিলেন সাড়া। এমনিতেই আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে রাজ্য উত্তাল। তাতে চাপে আছে রাজ্য সরকারও। সেখানে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডির তলব বেশ তাৎপর্যপূর্ণ।
Related Posts
দুই বিধায়কের শপথ গ্রহণকে ‘অসাংবিধানিক’ বলে তোপ রাজ্যপালের, দিলেন রাষ্ট্রপতিকে চিঠি
শপথ-জট তো কাটল৷ কিন্তু, তার পাশাপাশি তৈরি হল আরেক জট ৷ শপথগ্রহণ করানো ঘিরে আইনি জট৷ বরানগরের উপ নির্বাচনে নির্বাচিত তৃণমূলপ্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার জয়ী তৃণমূলপ্রার্থী রেয়াত হোসেন সরকারকে বিধায়ক পদে শপথ করানোর বিষয়টিকে ‘অসাংবিধানিক’ বলে দাবি করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ গোটা বিষয়টি জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর কাছে তিনি চিঠি পাঠাচ্ছেন বলেও […]
‘নিখোঁজ নন, নবান্ন অভিযানে চক্রান্তের অভিযোগে গ্রেফতার ৪’, শুভেন্দুর দাবি উড়িয়ে স্পষ্ট বার্তা পুলিশের
‘নবান্ন অভিযান’-এর দিন ৪ জন ‘নিখোঁজ’, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও পশ্চিমবঙ্গ পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ‘শান্তিরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গ্রেপ্তার করা হয়েছে ওই ৪ জনকে।’ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, বিজেপি ‘রাজনৈতিক অপপ্রচার’ করেছে। অন্যদিকে, […]
মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শেষ হতেই সল্টলেকের জুনিয়র চিকিৎসকদের আন্দোলনস্থল থেকে খোলা হল বাঁশ, সরল স্ট্যান্ড ফ্যান!
মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে জুনিয়র ডাক্তারদের একটানা আড়াই ঘণ্টা ধরে বৈঠক চলল নবান্নে। বুধবার সেই বৈঠকের পর যখন নবান্নে মিনিটস লেখার কাজ চলছে, তখন সল্টলেকের ধরনা মঞ্চের ছবিটা পাল্টাতে শুরু করেছে। মুখ্য সচিবের সঙ্গে বৈঠক শেষ হতেই সল্টলেকে জুনিয়র চিকিৎসকদের অবস্থানস্থল থেকে আসতে আসতে ফাঁকা হচ্ছে মঞ্চ। খোলা হচ্ছে বাঁশ। সমস্ত স্ট্যান্ড ফ্যান সরে গেল। […]