আর জি কর-কাণ্ডের পর থেকেই ধর্ষণ রোধে কড়া আইনের পক্ষে আওয়াজ তুলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার, মেয়োরোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকেও এই দাবিতে গর্জে উঠলেন অভিষেক। অভিষেক সাফ জানান, দাবি এক দফা এক-ধর্ষণ বিরোধী আইন। বিস্ফোরক অভিযোগ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, আসলে কড়া আনলে বিজেপি-র নেতাদেরই সমস্যা হবে। সেই কারণেই কেন্দ্র চুপ। তবে, কেন্দ্রের মোদি সরকার যদি এবিষয়ে সদার্থক ভূমিকা না নেয়, তাহলে তিনি সাংসদ হিসেবে এই বিষয়ে নিজে প্রাইভেট মেম্বার বিল সংসদে পেশ করে পাশ করানোর চেষ্টা করবেন। তিলোত্তমার ধর্ষণ-খুনের বিচারের দাবি তিনি দিল্লি পর্যন্ত আন্দোলন নিয়ে যাবেন বলে হুঙ্কার দেন অভিষেক। ছাত্র সমাবেশের মঞ্চ থেকে একই সঙ্গে বনধের বিরোধিতা অন্যদিকে ধর্ষণ বন্ধে কড়া আইন আনার সপক্ষে সওয়াল করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপরই আর জি করের নৃশংস খুন-ধর্ষণের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মানুষ বিচার চাইছে, সেই ঘটনাকে কেন্দ্র করে যাঁরা লাশের নোংরা রাজনীতিতে নিজের লিপ্ত করেছে, তাঁদের মুখোশ খুলে গেছে। যাঁরা সন্দেশখালি করে মহিলাদের মান, সম্ভ্রান ২০০০ হাজার টাকার বিনিময়ে দিল্লির কাছে বিক্রি করেছেন তাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলার কোনও অধিকার নেই।” তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, “যাদের আমলে হাথরস, কাঠুয়া, বদলাপুর, উন্নাও হয়েছে, সেই নারী বিরোধী বিজেপির কাছে বাংলার মানুষকে রাজনীতি করা শিখতে হবে না।” অভিষেক সাফ জানান, দাবি এক দফা এক-ধর্ষণ বিরোধী আইন। রাতারাতি নোটবন্দি, দিল্লির নির্বাচিত সরকারের ক্ষমতা কুক্ষিগত করতে পারে- তাহলে রাতারাতি ধর্ষণ বিরোধী আইন কেন আসবে না- প্রশ্ন তোলেন অভিষেক। তিনি ঘোষণা করেন, তিন-চার মাসের মধ্যে কেন্দ্রের সরকার প্রণয়ন না করলে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করবে তৃণমূল।
Related Posts
আরজি করের এমার্জেন্সি বিল্ডিংয়ে ভাঙচুরের ঘটনায় এবার কর্তব্যে গাফিলতি অভিযোগে ৩ পুলিশ আধিকারিককে সাসপেন্ড
রাত দখল আন্দোলন চলাকালীন আরজি কর মেডিক্যাল কলেজের এমার্জেন্সি বিল্ডিংয়ে তাণ্ডবের ঘটনায় এবার তিন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, সাসপেন্ড হওয়া তিনজন আধিকারিকের মধ্যে দুইজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহম্মদ শাকিবউদ্দিন সর্দার, রমেশ রায় চৌধুরী এবং একজন ইনস্পেক্টর রাজেশ। পাশাপাশি আরজি করে তাণ্ডবের ঘটনায় […]
‘নিখোঁজ নন, নবান্ন অভিযানে চক্রান্তের অভিযোগে গ্রেফতার ৪’, শুভেন্দুর দাবি উড়িয়ে স্পষ্ট বার্তা পুলিশের
‘নবান্ন অভিযান’-এর দিন ৪ জন ‘নিখোঁজ’, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও পশ্চিমবঙ্গ পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ‘শান্তিরক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য গ্রেপ্তার করা হয়েছে ওই ৪ জনকে।’ এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, বিজেপি ‘রাজনৈতিক অপপ্রচার’ করেছে। অন্যদিকে, […]
মহরমে শহরজুড়ে কড়া নিরাপত্তা, ৪ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন
বুধবার মহরম। মহরমে শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ। লালবাজার জানাচ্ছে, এদিন শহরজুড়ে প্রায় ৪ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন থাকছেন। লালবাজারে তরফে দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার কলকাতা পুলিশের আওতাভুক্ত এলাকায় প্রায় ২৩০টি ছোট মিছিল এবং ১২টি বড় মিছিল বের হওয়ার কথা রয়েছে। তার জন্য একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। স্পর্শকাতর এলাকাগুলিতে […]