দিল্লি পুলিশের হাতে আটক তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধি দল। NIA-এর অপব্যবহারের অভিযোগে দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেখানে পুলিশ এসে তাঁদের তুলে দেওয়ার চেষ্টা করে। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনদের ঘটনাস্থল থেকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে। শান্তনু সেন, দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন সহ তৃণমূলের প্রতিনিধি দলকে নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে থেকে আটক করে দিল্লি পুলিশ। দোলা সেন বারবার কারত আর্জি জানান, তাঁর পায়ে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। তাঁকে যেন ধাক্কাধাক্কি না করা হয়। তা সত্ত্বেও পুলিশ তাঁকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার দৃশ্য দেখা যায়। আটক হওয়ার পরও, ‘মোদী-অমিত শাহ হ্যায় হ্যায়’ স্লোগান দিতে শোনা যায় তৃণমূলের সাংসদদের। শান্তনু সেন সংবাদমাধ্যমে বলেন, ‘৩ অক্টোবর ২০২৩-এর পুনরাবৃত্তি হল। অভিষেকের নেতৃত্বে যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে কৃষি ভবনের বাইরে প্রতিবাদ করছিলাম তখনও আমাদের টেনে হিঁচড়ে গ্রেফতার করেছিল। বাংলার বকেয়া চেয়ে আমরা আন্দোলন করেছিলাম। ঠিক একইভাবে আমাদের আজ টেনে হিঁচড়ে শান্তিপূর্ণ ধরনা থেকে টেনে নিয়ে গেল দিল্লি পুলিশ। জমিদার রাজ চলছে এখানে। কেউ প্রতিবাদ করলেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে।’ জানা গিয়েছে, মন্দির মার্গ থানায় এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূলের সাংসদ প্রতিনিধিদলকে।
Related Posts
পুরীর মন্দিরে মহা সমারোহে পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা
শনিবার সকাল থেকে পুরীর মন্দিরে মহা সমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা। স্নানযাত্রা ঘিরে দিন কয়েক আগে থেকে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। জগন্নাথদেবের স্নানযাত্রাকে ঘিরে ভক্তদের ঢল নেমেছে পুরীতে। স্নানযাত্রার দিন থেকেই শুরু হয়ে যায় রথযাত্রার কাউন্টডাউন। রথের আগে জৈষ্ঠ্য মাসের পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানযাত্রা পালিত হয়। লাখ ভক্ত সমাগম পুরীর জগন্নাথ ধামে। ১০৮টি ঘড়া জল দিয়ে স্নান […]
নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে এবার দেওঘর থেকে ৬ জনকে গ্রেফতার করল বিহার পুলিশ
মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে বিহার পুলিশের জালে আরও বেশ কয়েকজন ৷ এবার গোপনে অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের দেওঘর এইমসের কাছে একটি বাড়ি থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ নিটের প্রশ্নপত্র ফাঁসের নেপথ্যে ধৃত এই ৬ জনের যোগ রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ শুক্রবার রাতে দেওঘরের দেবীপুর থানা এলাকায় বিহার পুলিশের তদন্তকারী একটি […]
‘বিজেপি হুমকির রাজনীতি করে’! নির্বাচনী প্রচারে জঙ্গিমুক্ত জম্মুর প্রতিশ্রুতি ওমর আবদুল্লার
আগামী সপ্তাহ থেকেই জম্মু-কাশ্মীরে শুরু হচ্ছে তিন দফায় হতে চলা বিধানসভা নির্বাচন। তার আগে প্রচার তুঙ্গে তুলেছে উপত্যকার দলগুলি। সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর রাজ্যে প্রথম বিধানসভা নির্বাচন নিয়ে ভূ স্বর্গে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। এদিন জম্মুর ডোডা জেলার কিস্তওয়ারে এক জনসভায় বিজেপি-র বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন ন্যাশানল কনফারেন্সের শীর্ষ নেতা ওমর আবুদল্লা। কংগ্রেসের সঙ্গে […]