এজেন্সির অপব্যবহার রুখতে কমিশনের হস্তক্ষেপ চেয়ে তৃণমূলের ধরনা, ডেরেকদের আটক করল দিল্লি পুলিশ

দিল্লি পুলিশের হাতে আটক তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধি দল। NIA-এর অপব্যবহারের অভিযোগে দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেখানে পুলিশ এসে তাঁদের তুলে দেওয়ার চেষ্টা করে। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনদের ঘটনাস্থল থেকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে। শান্তনু সেন, দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন সহ তৃণমূলের প্রতিনিধি দলকে নির্বাচন কমিশনের সদর দফতরের সামনে থেকে আটক করে দিল্লি পুলিশ। দোলা সেন বারবার কারত আর্জি জানান, তাঁর পায়ে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে। তাঁকে যেন ধাক্কাধাক্কি না করা হয়। তা সত্ত্বেও পুলিশ তাঁকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার দৃশ্য দেখা যায়। আটক হওয়ার পরও, ‘মোদী-অমিত শাহ হ্যায় হ্যায়’ স্লোগান দিতে শোনা যায় তৃণমূলের সাংসদদের। শান্তনু সেন সংবাদমাধ্যমে বলেন, ‘৩ অক্টোবর ২০২৩-এর পুনরাবৃত্তি হল। অভিষেকের নেতৃত্বে যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে কৃষি ভবনের বাইরে প্রতিবাদ করছিলাম তখনও আমাদের টেনে হিঁচড়ে গ্রেফতার করেছিল। বাংলার বকেয়া চেয়ে আমরা আন্দোলন করেছিলাম। ঠিক একইভাবে আমাদের আজ টেনে হিঁচড়ে শান্তিপূর্ণ ধরনা থেকে টেনে নিয়ে গেল দিল্লি পুলিশ। জমিদার রাজ চলছে এখানে। কেউ প্রতিবাদ করলেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে।’ জানা গিয়েছে, মন্দির মার্গ থানায় এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূলের সাংসদ প্রতিনিধিদলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!