২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়

রাত পোহালেই ২১শে জুলাইয়ের মেগা সমাবেশ। লোকসভা ভোটে তৃণমূলের বিপুল জয় ২১শে জুলাইয়ের মঞ্চকে যেন আরও বেশি রাঙিয়ে তুলেছে। ২০২১ সালের বিধানসভার পরে চলতি বছরের লোকসভায় ঘাসফুল ম্যাজিক দেখেছে রাজ্য। মাত্র দু’বছর পরেই রাজ্যে আবার বিধানসভা নির্বাচন, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই সেই নির্বাচনের সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই যেসব সমর্থকেরা আসবেন তাঁদের সতর্ক করে মমতা বলেন, “শান্তিপূর্ণ ভাবে আসবেন। বাসকে আসতে চালাতে বলবেন।” শুক্রবার প্রস্তুতি দেখতে এসে মুখ্যমন্ত্রী বলেন, “অখিলেশ আবহাওয়া ঠিক থাকলে আসবে। এখানে নেতা কেউ নয়। এখানে সবাই সহকর্মী। বাংলাকে অস্তিত্ব রক্ষার জন্য এই সভা।” ২১শে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন ধর্মতলায় আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে। এদিন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, সায়নী ঘোষ, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস-সহ দলের একাধিক শীর্ষ নেতা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”২১ জুলাই আমরা সকল শহিদ স্মরণে, বিভিন্ন গণ আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি। আর যত নির্বাচন হোক, তার পর আমরা এই দিনটাকে মা-মাটি-মানুষ দিবস হিসাবে বেছে নিই।  সবাই দূর দূর থেকে আসে। সবাইকে বলব, মাথা ঠান্ডা করে আসবেন। বাসে এলে আস্তে আস্তে চালাতে বলবেন, যাতে দুর্ঘটনা না হয়। রেলকে আমরা বলেছিলাম, ১৫ দিন আগে কোনওভাবে যাতে কোনও ট্রেন বাতিল না হয়। রেলে যাঁরা আসবেন, বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না। অনেকে এর আগে বাইরের পিলারে ধাক্কা খেয়ে মারা গিয়েছেন। আমরা চাই না এরকম হোক। এইটুকু বলে গেলাম। আমরা এখানে নেতা নয়, সবাই কর্মী।”

error: Content is protected !!