রাত পোহালেই ২১শে জুলাইয়ের মেগা সমাবেশ। লোকসভা ভোটে তৃণমূলের বিপুল জয় ২১শে জুলাইয়ের মঞ্চকে যেন আরও বেশি রাঙিয়ে তুলেছে। ২০২১ সালের বিধানসভার পরে চলতি বছরের লোকসভায় ঘাসফুল ম্যাজিক দেখেছে রাজ্য। মাত্র দু’বছর পরেই রাজ্যে আবার বিধানসভা নির্বাচন, ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই সেই নির্বাচনের সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই যেসব সমর্থকেরা আসবেন তাঁদের সতর্ক করে মমতা বলেন, “শান্তিপূর্ণ ভাবে আসবেন। বাসকে আসতে চালাতে বলবেন।” শুক্রবার প্রস্তুতি দেখতে এসে মুখ্যমন্ত্রী বলেন, “অখিলেশ আবহাওয়া ঠিক থাকলে আসবে। এখানে নেতা কেউ নয়। এখানে সবাই সহকর্মী। বাংলাকে অস্তিত্ব রক্ষার জন্য এই সভা।” ২১শে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন ধর্মতলায় আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে। এদিন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, সায়নী ঘোষ, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস-সহ দলের একাধিক শীর্ষ নেতা। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ”২১ জুলাই আমরা সকল শহিদ স্মরণে, বিভিন্ন গণ আন্দোলনে যাঁরা শহিদ হয়েছেন, তাঁদের আমরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করি। আর যত নির্বাচন হোক, তার পর আমরা এই দিনটাকে মা-মাটি-মানুষ দিবস হিসাবে বেছে নিই। সবাই দূর দূর থেকে আসে। সবাইকে বলব, মাথা ঠান্ডা করে আসবেন। বাসে এলে আস্তে আস্তে চালাতে বলবেন, যাতে দুর্ঘটনা না হয়। রেলকে আমরা বলেছিলাম, ১৫ দিন আগে কোনওভাবে যাতে কোনও ট্রেন বাতিল না হয়। রেলে যাঁরা আসবেন, বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না। অনেকে এর আগে বাইরের পিলারে ধাক্কা খেয়ে মারা গিয়েছেন। আমরা চাই না এরকম হোক। এইটুকু বলে গেলাম। আমরা এখানে নেতা নয়, সবাই কর্মী।”
Related Posts
পার্ক সার্কাসের রেস্তরাঁয় বিরিয়ানিতে বিষাক্ত রং, ৩ লক্ষ টাকার জরিমানা পুরসভার
কলকাতার বুকে বিক্রি হওয়া খাবার তা কতটা সুরক্ষিত? সাধারণ মানুষের কথা ভেবেই অভিযান চালায় কলকাতা পুরসভা। জানা গিয়েছে, এই অভিযানেই পার্ক সার্কাসের এক নামী রেস্তরাঁর বিরিয়ানিতে বিষাক্ত রঞ্জক ‘মেটানিল ইয়েলো’ পাওয়া গিয়েছে। এরপরেই কড়া পদক্ষেপ করা হয়েছে কলকাতা পুরসভার তরফে। রেস্তরাঁটিকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শহর কলকাতায় বিক্রি হওয়া খাদ্যদ্রব্যের গুণমান যাচাই করার […]
ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, আজ রাজভবনে রাত্রিবাস, আগামীকাল ৩ জনসভা মোদির
ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। ৩ মে রাজ্যে তিনটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ওইদিন কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব ও বোলপুর লোকসভা কেন্দ্রে জনসভা রয়েছে। তার আগে বৃহস্পতিবার ২ মে রাজ্যে চলে আসার কথা প্রধানমন্ত্রীর। বৃহস্পতিবার রাজভবনে রাত্রিবাস করার কথা মোদির। প্রধানমন্ত্রীর রাজ্য সফর ঘিরে আজ কলকাতায় বিভিন্ন রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে। কাল শুক্রবারও সকালে যান […]
অবশেষে স্বস্তির খবর, ১৮ থেকে ২০ জুনের মধ্যে বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে, জানাল আবহাওয়া দফতর
গরম থেকে অবশেষে স্বস্তির খবর মিলল, বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে ঢুকবে বর্ষা বলে জানাল হাওয়া অফিস। ১৮ জুন থেকে ২০ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আজ ভারতের মৌসম ভবন জানিয়েছে, আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গের বাকি […]