বিজেপি কর্মী রথীবালা আড়ি খুনের পরেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। জ্বলেছে আগুন। বিক্ষোভ অবরোধের পাশাপাশি ইতিমধ্যে থানায় গিয়ে পুলিশকে ধমক দিয়ে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তা নিয়ে নন্দীগ্রামে উত্তেজনার পারদ চড়ছিলই। তারমধ্যেই নতুন করে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। এবার তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। জানা গিয়েছে, বৃহস্পতির বার রাত ১১টা নাগাদ নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ভেটুরিয়া গ্রামে একদল দুষ্কৃতী তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। তৃণমূল কর্মীরা সেই সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন। তখন দুষ্কৃতীরা অতর্কিতে তাদের উপর লাঠি দিয়ে হামলা চালায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি দুষ্কৃতীরাই তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। মাথা ফেটেছে অনেকের। তৃণমূল নেতাদের বক্তব্য, নন্দীগ্রামে পুলিশ মোতায়ন থাকলেও তারা মূল রাস্তায় ঘোরাফেরা করছে। গলির ভিতরে যাচ্ছে না। ফলে গলিতেই হামলা চলছে। এ বিষয়ে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় আহত তৃণমূল কর্মীদের রেয়া পাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। যদিও তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
Related Posts
শেষকৃত্য সেরে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত ২, আহত ১০
সাতসকালে উলুবেড়িয়ায় জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২। আহত আরও ১০ জন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কে। ফকির পাড়ার কাছে। শেষকৃত্য সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন এক পরিবারের একাধিক ব্যক্তি। নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে গাড়িটি। পরে আরও একটি গাড়ির সঙ্গে মুখোমুখি […]
সন্দেশখালি কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আরও ১৬ জনকে তলব করল সিবিআই
সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় আরও ১৬ জনকে তলব করল সিবিআই। ৫ জানুয়ারি সন্দেশখালিতে কী ঘটেছিল? শাহজাহানকে পালাতে সাহায্য করেছিলেন কারা? সে বিষয়ে তথ্য পেতেই এই তলব বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তে চলতি বছরের ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যান ইডি আধিকারিকরা। কিন্তু বাড়িতে ঢোকা তো দূর, বিক্ষোভের […]
নদিয়ায় বিরোধী দলনেতাকে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ স্লোগান, মেজাজ হারিয়ে গ্রামবাসীদের জুতো দেখালেন শুভেন্দু অধিকারী
লোকসভা নির্বাচন মিটে গিয়েছে। ভরাডুবি হয়েছে বিজেপির। এখন কোণঠাসা অবস্থা বিরোধী দলনেতার। এই আবহে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আবার ‘চোর’ স্লোগান শুনতে হল। আর তার জেরে মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ, শুক্রবার নদিয়ার গাংনাপুরে স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। তাঁকে ঘিরে ওঠে ‘চোর’ স্লোগান। তখনই মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে ছুটে যান […]