ভারতের জাতীয় কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ কুস্তিগিররা। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন তাঁরা। সেই সময় কাটিয়ে এবার তিনি অলিম্পিক্সে নেমেছেন। যদিও অপ্রত্যাশিত ঘটনার জন্য তাঁর পদক পাওয়া হয়নি। এবার দেশে ফিরে তিনি ফের বিস্ফোরক ব্রিজভূষণ ইস্যুতে। কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট তথা বিজেপি নেতা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে যেই মহিলা কুস্তিগিররা জবানবন্দী দেন, তাঁদের নিরাপত্তা দিয়েছিল দিল্লি পুলিশ। কারণ ছিল, বাহুবলি ব্রিজভূষণ সেই কুস্তিগিরদের যাতে কোনও ক্ষতি করতে না পারেন। এবার বিনেশ ও সাক্ষীর অভিযোগ, সেই মহিলা কুস্তিগিরদের দেওয়া নিরাপত্তা তুলে নিয়েছে দিল্লি পুলিশ। কুস্তিগিরদের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়, ‘যারা ব্রিজভূষণের বিরুদ্ধে মুখ খুলেছিলেন, দিল্লি পুলিশ সেই মহিলা কুস্তিগিরদের নিরাপত্তা তুলে নিয়েছে।’ এই টুইটে ট্যাগ করা হয়েছে দিল্লি পুলিশ, দিল্লির মহিলা কমিশনার ও জাতীয় মহিলা কমিশনকে।
Related Posts
ইন্দিরা গান্ধির ‘ইমার্জেন্সি’র কথা মনে করিয়ে ২৫ জুন ‘সংবিধান হত্যা দিবস’ ঘোষণা মোদি সরকারের
২৫ জুন ১৯৭৫ সাল। দেশজুড়ে জরুরি অবস্থার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অতীতের সেই কালো অধ্যায় তুলে ধরে বার বার সরব হয়েছে বিজেপি। এবার সেই দিনটি স্মরণ করে নয়া ঘোষণা করল মোদি সরকার। শুক্রবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হল, ২৫ জুন দিনটিকে পালন করা সংবিধান হত্যা দিবস উপলক্ষে। শুক্রবার এক্স হ্যান্ডেলে এমনটাই জানালেন […]
সংসদের আসন্ন অধিবেশনে কৃষকদের দাবি তুলে ধরবে তৃণমূল, আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
হরিয়ানায় ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে আন্দোলনকারী কৃষকদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ অর্থাৎ সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল খানাউরি সীমানায় গিয়ে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করেন । সেখানেই আন্দোলনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আসন্ন লোকসভার অধিবেশনে তাঁর দলের […]
‘হয় মানো, না হয় বাইরে যাও’, মমতার সঙ্গে জোট নিয়ে অধীরকে কড়া বার্তা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির খাড়গের
হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট মানতে হবে, নাহলে বেরিয়ে যেতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে সাফ বার্তা দিয়ে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি স্পষ্ট করে দিলেন, মমতা ইন্ডিয়া জোটের অংশ। আর সেটা মানতে অধীর চৌধুরী বাধ্য। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মল্লিকার্জুন খাড়গে বলেন, ভোটের পর সরকার গঠনের ক্ষেত্রে কী হবে না […]