অগ্নিগর্ভ বাংলাদেশে রাস্তায় পড়ে হাতকড়া পরানো একাধিক মৃতদেহ, উলঙ্গ করে যৌনাঙ্গ ‘পরীক্ষা’, দেখা হল হিন্দু না মুসলিম!

শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বহু জায়গায় বাড়িতে হামলা চালানো হয়েছে। বাগেরহাটে আবার ঘরে ঢুকে স্কুলশিক্ষককে কুপিয়ে করা হয়েছে। বিভিন্ন জেলায় মন্দিরে মন্দিরে ভাঙচুর চলেছে সেই সোমবার থেকেই। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেদেশের বেশি কিছু ভিডিয়ো। বিক্ষোভকারীদের হিংসার নমুনা প্রতিফলিত হয়েছে সেই সব ভিডিয়োতে। এরই মধ্যে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় গতকাল থানার সামনে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় হাতকড়া পরানো একাধিক লাশ। এই আবহে এক ভাইরাল ভিডিয়োতে দেখা যায় মৃতদেহের অন্তর্বাস খুলে বাঁশ দিয়ে যৌনাঙ্গ ‘পরীক্ষা’ করছে বিক্ষোভকারীরা। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ। তবে তাতে দেখা যায়, মৃত ব্যক্তি হিন্দু কি মুসলিম তাই দেখা হয় সেভাবে। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, গলা কাটা অবস্থায় একটি মৃতদেহ রাস্তায় পড়ে আছে। সেই মৃতদেহের হাতে হাতকড়া লাগানো। পরনে শুধুমাত্র একটি গেঞ্জি এবং অন্তর্বাস। প্যান্ট নেই। গোড়ালি থেকে পা বাঁধা। সেই মৃতদেহে বাঁশ দিয়ে মেরে কয়েকজনকে বলতে শোনা গেল, ‘মারা গেছে’। এরপর এক বিক্ষোভকারী অভিযোগ করে, পূর্বতন হাসিনার সরকার নাকি ভারত থেকে নিরাপত্তারক্ষীদের নিয়ে এসে হামলা করিয়েছে সাধারণ মানুষের ওপর। এরপর এক বিক্ষোভকারীকে বলতে শোনা যায়, মৃত ব্যক্তি বিজিবি কর্মী। এপরই সেই মৃতদেহ উলঙ্গ করে বাঁশ দিয়ে যৌনাঙ্গ তুলে ধরে বিক্ষোভকরারী বলতে থাকে, ‘সব হিন্দু, এরা সব হিন্দু।’

error: Content is protected !!