‘ডিভিসির জলে প্লাবিত বাংলা’, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে কেন্দ্রের বিরুদ্ধে তোপ মুখ্যমন্ত্রীর

বৃষ্টি থামলেও, জল ছাড়া বন্ধ করেনি ডিভিসি। ঝাড়খণ্ড থেকে ছাড়া জলে প্লাবিত হতে শুরু করেছে হাওড়া, হুগলী এবং মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক। ফলে বুধবার সকাল থেকে একের পর এক প্লাবিত এলাকা ঘুরে দেখতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে নিশানা করে কেন জল ছাড়া হচ্ছে, তা নিয়ে ফের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জল ছাড়ার বিষয়ে কেন কেন্দ্রীয় সরকার ডিভিসির সঙ্গে আলোচনা করে না? কেন বাংলার দিকে জল ছাড়া হয়? কেন্দ্রীয় সরকারের দায়িত্বজ্ঞানহীন কাজের জন্যই বাংলাকে বন্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের পাঞ্চেতর জল কেন্দ্রীয় সরকারের সংস্থা ডিভিসি ছাড়ছে বলেই বাংলা প্লাবিত হচ্ছে বলে ফের সুর চড়ান বাংলার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত বুধবার থেকে একের পর এক প্লাবিত এলাকা ঘুরে দেখে, ত্রাণের ব্যবস্থা খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। সাধারণ মানুষকে যাতে কোনও ধরনের বিপদের সম্মুখীন হতে না হয়, তার সর্বাত্বক চেষ্টা শুরু করেছেন মুখ্যমন্ত্রী।

error: Content is protected !!