বৃষ্টি থামলেও, জল ছাড়া বন্ধ করেনি ডিভিসি। ঝাড়খণ্ড থেকে ছাড়া জলে প্লাবিত হতে শুরু করেছে হাওড়া, হুগলী এবং মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতিও উদ্বেগজনক। ফলে বুধবার সকাল থেকে একের পর এক প্লাবিত এলাকা ঘুরে দেখতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে নিশানা করে কেন জল ছাড়া হচ্ছে, তা নিয়ে ফের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, জল ছাড়ার বিষয়ে কেন কেন্দ্রীয় সরকার ডিভিসির সঙ্গে আলোচনা করে না? কেন বাংলার দিকে জল ছাড়া হয়? কেন্দ্রীয় সরকারের দায়িত্বজ্ঞানহীন কাজের জন্যই বাংলাকে বন্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের পাঞ্চেতর জল কেন্দ্রীয় সরকারের সংস্থা ডিভিসি ছাড়ছে বলেই বাংলা প্লাবিত হচ্ছে বলে ফের সুর চড়ান বাংলার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত বুধবার থেকে একের পর এক প্লাবিত এলাকা ঘুরে দেখে, ত্রাণের ব্যবস্থা খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। সাধারণ মানুষকে যাতে কোনও ধরনের বিপদের সম্মুখীন হতে না হয়, তার সর্বাত্বক চেষ্টা শুরু করেছেন মুখ্যমন্ত্রী।
Related Posts
পুরুলিয়ায় বিয়েবাড়ি থেকে ফেরার পথেই টোটোয় ধাক্কা বেপরোয়া লরির, মৃত ৫
টোটোয় ধাক্কা বেপরোয়া লরির৷ পুরুলিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন ৫ জন৷ আহত আরও ১১৷ এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে তুমুল উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকায়৷ স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত দশটা নাগাদ একটি বিয়ে বাড়ি থেকে টোটো চেপে ফিরছিলেন কয়েকজন৷ সেই সময় পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপরে ভামুরিয়া মোড়ের কাছে একটি […]
ফের দুর্ঘটনার কবলে মালগাড়ি, মালদায় লাইনচ্যুত ৫টি বগি
ফের ট্রেন দুর্ঘটনা। এদিন দুর্ঘটনার কবলে মালগাড়ি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে লাইনচ্যুত হয় গেল মালগাড়ির ৫টি বগি। ঘটনাস্থলে গিয়েছেন রেলের কর্মীরা। ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত বলে রেল সূত্রে খবর। জানা গিয়েছে, এদিন সকাল ১১ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার কুমেদপুরের বাংলা বিহার সীমান্তে মালগাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়। তেলের ট্যাঙ্কার নিয়ে যাওয়া মালগাড়ির ৫ টি বগি লাইনচ্যুত […]
এবার বেলদায় মালগাড়িতে আগুন
বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল উড়িষ্যা গামী মাল গাড়ি। সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুর থেকে উড়িষ্যা গামী একটি চলন্ত মালগাড়িতে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনের কাছে। সূত্রের খবর অনুযায়ী, চলন্ত মালগাড়ির একটি ডাব্বাতে আগুন লেগে যায়। সেই আগুন দেখতে পায় ওই মালগাড়ির চালক। আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ব্রেক […]