আগামী ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য পেলেও ওই চার কেন্দ্রেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে শাসক দল তৃণমূলের জন্য৷ কারণ ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ীও, ওই চারটির মধ্যে তিনটি কেন্দ্রেই তৃণমূলের থেকে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি৷ এই পরিস্থিতিতে চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকায় বড় চমক দিল তৃণমূল। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল X হ্যান্ডলে প্রার্থীদের নাম জানানো হয়েছে। সেই তালিকা অনুযায়ী, মানিকতলা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা ওই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে। সাধনবাবুর মৃত্যুর কারণেই ওই কেন্দ্রে ফের উপনির্বাচন হচ্ছে। অপরদিকে, বাগদা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর। সূত্রের খবর, দলকে বিশ্বজিৎ দাস জানান, তিনি এই ভোটে লড়তে চান না। তাই তাঁর বদলে মধুপর্ণাকে বেছে নিল তৃণমূল শিবির। এদিকে, রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী। লোকসভা ভোটেও রায়গঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। কিন্তু ওই কেন্দ্রে জয়লাভ করে বিজেপি। এবার বিধানসভা উপনির্বাচনেও তাঁকেই প্রার্থী করল ঘাসফুল শিবির। আর রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকেও প্রার্থী হচ্ছেন মুকুট মণি অধিকারী। লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্র থেকে এই মুকুট মণিকেই প্রার্থী করেছিল তৃণমূল। তিনিও বিজেপির জগন্নাথ সরকারের কাছে হেরে যান। বিধানসভা উপনির্বাচনে সেই তাঁর উপরই ভরসা রাখল তৃণমূল। প্রসঙ্গত, কৃষ্ণ কল্যাণী ও মুকুট মণি – দুজনেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।
Related Posts
সুপ্রিমকোর্টের ডেডলাইন পার, মুখ্যমন্ত্রীর ডাকেও সাড়া না দিয়ে কর্মবিরতিতে অনড় জুনিয়র ডাক্তাররা
আলোচনা চেয়ে মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনরত ডাক্তারদের কাছে নবান্ন থেকে পাঠানো হল ই-মেইল। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশ- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ- এসব সত্ত্বেও ধর্মঘট থেকে সরেননি জুনিয়র ডাক্তাররা। আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে জুনিয়র চিকিৎসকদের। কিন্তু মঙ্গলবার বিকেল ৫টা পার হল… সুপ্রিম […]
‘আন্দোলনে অস্ত্র নিয়ে যেতে হবে, ভয় পেলে চলবে না’, অডিও প্রকাশ্যে আসতেই যুবভারতীর আশপাশে জমায়েত নিষিদ্ধ করল পুলিশ
‘অস্ত্র নিয়ে যেতে হবে, ভয় পেলে চলবে না’- এমনই অডিয়ো শুনিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের আশপাশে জমায়েত নিষিদ্ধ করল বিধাননগর পুলিশ কমিশনারেট। রবিবার বিকেল চারটে থেকে রাত ১২ টা পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি (যা ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারার সমতুল্য) করা হয়েছে। এমন সময় সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যে সময় যুবভারতী চত্বরে মিছিল […]
স্বাস্থ্য পরিষেবায় সুরক্ষা আর নিরাপত্তায় জোর, ৪০ কোটি মঞ্জুর করল রাজ্য অর্থ দফতর
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারকীয় ঘটনায় স্বাস্থ্য পরিষেবায় সুরক্ষা আর নিরাপত্তায় জোর দিয়েছে রাজ্য। এই মর্মে বাংলার সব মেডিক্যাল কলেজের নিরাপত্তা জোরদার করতে ১০০ কোটি টাকা বরাদ্দ করে নবান্ন। তার মধ্যে ৪০ কোটি টাকা মঞ্জুর করল রাজ্যের অর্থ দফতর। রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করাই লক্ষ্য সরকারের। তাই সিসি ক্যামেরা লাগানো-সহ এক গুচ্ছ […]