আজ, বুধবার ফরাক্কা এবং বহরমপুরের জনসভা থেকে কমিশনের দেওয়া ভোট শতাংশের হিসাব নিয়ে বিজেপির কারচুপির কথা প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু তাই নয়, দেশের সব বিরোধী দলকে একজোট হয়ে সতর্ক থাকার কথাও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাছে ইভিএম এবং ভোটারের সংখ্যার হিসাবও জানতে চেয়েছেন তিনি। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ভোট পড়েছে ৬০ শতাংশ। এর পর দ্বিতীয় দফার ভোট পড়েছে ৬০.৯৬ শতাংশ। কিন্তু ভোটের চূড়ান্ত হার এত দিন জানায়নি কমিশন। মঙ্গলবার তাদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, প্রথম দফায় দেশে ৬৬.১৪ শতাংশ এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১ শতাংশ ভোট পড়েছে। এর ফলে দেখা গেল আগের থেকে প্রায় ছয় শতাংশ বেড়ে গিয়েছে। এদিন তিনি বলেন, “কত ভোটার ছিল, কত মেশিন ছিল সেটা আমরা জানতে চাই।” মমতার দাবি, ১৯ লক্ষ মেশিন মিসিং আছে অনেকদিন ধরে। তিনি বলেন, “লোকের ভোট পাল্টে নিজেদের মেশিন ঢুকিয়ে দিচ্ছে। এটা আমার সন্দেহ। মানুষের সন্দেহ দূর করুন। নিরপেক্ষ হয়ে কমিশনকে কাজ করতে হবে। আর সত্যিটা জানাতে হবে। প্রতারণা হচ্ছে কি না, জানাতে হবে। ভোটেও চিটিং!”
Related Posts
ফের রাঙ্গাপানিতে লাইনচ্যুত তেল বহনকারী মালগাড়ি
ফের রাঙাপানিতে লাইনচ্যুত হল মালবাহী ট্রেন। ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে, শুক্রবার রাত দশটা নাগাদ রাঙাপানির নুমালিগড় রিফাইনারির ইয়ার্ডে ওই ডাউন মালবাহী ট্রেনের ২টো বগি লাইনচ্যুত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ও আরপিএফ। তবে ইয়ার্ডের মধ্যে হওয়ায় মূল পরিষেবায় কোন ব্যাঘাত ঘটেনি। বিষয়টি খবর পাওয়া মাত্র নিউ জলপাইগুড়ি লোকো […]
ভোট মিটলেই ‘রি-পোলের’ দাবি করবো’, ৪র্থ দফার অন্তিম লগ্নে এসে দাবি অধীর রঞ্জন চৌধুরীর
৪র্থ দফার অন্তিম লগ্নে অধীর রঞ্জন চৌধুরীর মুখে শোনা গেল পুনর্নির্বাচনের কথা। ‘আমরা নির্বাচন কমিশনের কাছে রি-পোলের দাবি করবো। গুটিকয়েক বুথে আমাদের ভোট করতে দেওয়া হয়নি। ৯ থেকে ১০টি বুথে ছাপ্পা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন অধীর চৌধুরী হারুক বিজেপি জিতুক।’ তিনি আরও বলেন, ‘বেশিরভাগটাই শান্তি শৃঙ্খলায় ভোট হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও যাঁরা পুলিশের দালাল […]
ভগবানগোলা উপনির্বাচনে জয়ী তৃণমূলের রেয়াত হোসেন সরকার, বরাহনগরে এগিয়ে সায়ন্তিকা ব্যানার্জি
লোকসভা ভোটের গণনা চলছে। বাংলায় সবুজ ঝড়ের ইঙ্গিত। এরই মধ্যে ভগবানগোলা উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূলের রেয়াত হোসেন সরকার। ১৮ রাউন্ডের গণনা শেষে তাঁর প্রাপ্ত ভোট ১,০৭,০১৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অঞ্জু বেগম পেয়েছেন ৯১,৪০৩ ভোট। জয়ের ব্যাবধান ১৫,৬১৫। বিজেপি প্রার্থী ভাস্কর সরকার পেয়েছেন ১৭২৬৫ ভোট। এছানড়া উপনির্বাচন হয়েছে বরানগরেও। সেখানে তৃণমূলের সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে লড়াই […]