হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক যুবকের। যুবকটিকে উদ্ধার করেন পুলিশ কর্মীরা। যুবকটি মানসিকভাবে অসুস্থ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যুবকটির নাম, পরিচয় এবং বাসস্থান জানার চেষ্টা করছে পুলিশ। হাওড়া ব্রিজে ব্যস্ত সময়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকালে হাওড়া ব্রিজে ফুটপাথের রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ মারার চেষ্টা করে এক যুবক। কর্তব্যরত কলকাতা পুলিশ কর্মীরা তাঁকে দেখতে পায়। এরপরেই দৌড়ে গিয়ে তাঁকে ঝাঁপ দেওয়া থেকে আটকানো হয়। প্রথম দিকে রেলিংয়ের ওপার থেকে থেকে ওই যুবককে কিছুতেই এপারে নিয়ে আসা যাচ্ছিল না। এরপর দড়ি দিয়ে হাত পা বেঁধে দেওয়া হয় যুবকের। যাতে সে আর ঝাঁপ না মারতে পারে। ব্রিজের ছয় নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটে। যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যুবকটির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। হাওড়া দমকল বিভাগের আধিকারিক সোমনাথ প্রামাণিক জানান, পুলিশ থেকে ফোন আসে এক যুবককে ব্রিজে আটকানো হয়েছে। তাঁকে উদ্ধার করতে হবে।সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছে তাঁকে উদ্ধার করে। ব্রিজের রেলিং কী ভাবে সে টপকালো তা জানার চেষ্টা চলছে। হাওড়া ব্রিজের এদিনের ঘটনায় কিছুক্ষণের জন্য ব্রিজের উপর দিয়ে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। যদিও, কিছুক্ষণের মধ্যেই পুলিশ যান চলাচল স্বাভাবিক করে দেয়। ঘটনায় লোকজন জড়ো হয়ে যাওয়ার জন্য তাঁদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়।
Related Posts
‘এবার ১৮ থেকে বাড়িয়ে ৩০টির বেশি সিট করতে হবে’, বালুরঘাট থেকে টার্গেট দিলেন অমিত শাহ
ভূপতিনগর প্রসঙ্গ থেকে শরণার্থী ইস্যু, নির্বাচনী প্রচারে এসে সমস্ত প্রসঙ্গই তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তবে এ দিন রাজ্যে বিজেপির জন্য আসন্ন লোকসভা নির্বাচনে আসনের টার্গেট স্থির করে দিলেন তিনি৷ বললেন, ‘২০১৯-এও এসেছিলাম। আপনারা আমাদের ১৮টি সিট দিয়েছিলেন তাতে মোদিজি ৩০০-এর বেশি সিটে জিতেছিলেন। এবার ১৮ থেকে বাড়িয়ে ৩০টির বেশি সিট করতে হবে এবং আমাদের […]
Cyclone Remal: আরও শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রিমল, আর ২-৩ ঘণ্টার মধ্যে শুরু ল্যান্ডফল প্রক্রিয়া
আর মাত্র ২ থেকে ৩ ঘণ্টা। এবার শুরু হবে ল্যান্ডফল প্রক্রিয়া। জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, সরে গিয়েছে প্রায় উত্তর দিকেই। গত ৬ ঘণ্টার ধরে বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬ কিমি। সাগর থেকে এখন রিমলের দূরত্ব ১৩০ কিমি, আর বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিমি। বাংলাদেশ ও লাগোয়া পশ্চিমবঙ্গে উপকূল থেকে মোটে […]
রবিবার রাজ্যে মোদির জোড়া জনসভা, দলে অন্তর্দ্বন্দ্ব সামলাতে হিমসিম খাচ্ছে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়
হুগলির চুঁচুড়ায় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভার আগে হুগলির সাংগঠনিক জেলার পার্টি অফিসে জেলা নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় দলের কর্মী-সমর্থকরা ৷ সেই ঝামেলা থামানোর জন্য ময়দানে নামতে হয় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ৷ এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন তৃণমূলের বিধায়ক অসীমা পাত্র ৷ বিজেপি সূত্রে খবর, চুঁচুড়ায় হুগলি সাংগঠনিক জেলা অফিসে বুথস্তরের […]