অবশেষে জয়ে ফিরলেন কোহলিরা। প্রথমে ব্যাট করে ২০৬ রান তোলার পর মনে হয়েছিল, হয়তো হায়দরাবাদের কাছে এই রান কিছুই নয়। কিন্তু প্রথম ওভারে হেডের আউট হয়ে যাওয়ার ধাক্কা গোটা ম্যাচে আর সামলাতে পারল না তারা। ফলস্বরূপ ৩৫ রানে হার স্বীকার করতে হল বেঙ্গালরুর কাছে। এদিন টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি। অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের সঙ্গে শুরুটা ভালোই করেছিলেন বিরাট কোহলি। কিন্তু ডু প্লেসিস ১২ বলে ২৫ রান করে আউট হওয়ার পর নেমেই আউট হন উইল জ্যাকস (৬)। রজত পতিদারকে সঙ্গে নিয়ে ইনিংসের হাল ধরেন কোহলি। প্রথম দিকে তাঁর স্ট্রাইক রেট ভালোই ছিল। কিন্তু পরের দিকে ধরে খেলার নীতি নেওয়ায় শেষপর্যন্ত ৪৩ বলে ৫১ করেন ‘কিং’। বেঙ্গালুরুর খেলায় আসল ম্যাজিক দেখালেন রজত পতিদার। ২০ বলে ৫০ রান করে যান তিনি। ২টি চার ও ৫টি ছক্কা মারেন। ক্যামেরন গ্রিন করেন ২০ বলে ৩৭। জয়দেব উনাদকাট ৩০ রানে ৩ উইকেট নেন। বলের গতির হেরফের করে সমস্যায় ফেলেন কোহলিদের। হায়দরাবাদ যেমন অভিষেকের মতো স্পিনারকে দিয়ে শুরু করেছিল, তেমনই আরসিবিও নিয়ে আসে অফস্পিনার উইল জ্যাকসকে। অভিষেক সাফল্য পাননি। জ্যাকস কিন্তু ট্রাভিস হেডের মোক্ষম উইকেটটি তুলে নিয়ে দারুণ ঝটকা দেন। যদিও অভিষেক শর্মা জোড়া ছক্কা ও তিনটি বাউন্ডারি সহযোগে ১৩ বলে ৩১ রান করে পালটা জবাব দেন। কিন্তু তাঁর উইকেট হারানোর পর বেকায়দায় পড়ে যায় হায়দরাবাদ। পর পর উইকেট পড়তে থাকে। মার্করাম (৭), নীতীশকুমার রেড্ডি (১৩), ক্লাসেন (৭) কেউই বেশিক্ষণ টিকতে পারলেন না। প্যাট কামিন্স চেষ্টা করছিলেন। কিন্তু তিনিও ১৫ বলে ৩১ করে ফিরে যান। রানরেট ঠিকই ছিল। কিন্তু লাগাতার উইকেট পড়তে থাকায় ক্রমশই ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত রানে আরসিবির কাছে হেরেই মাঠ ছাড়তে হল তাদের।
Related Posts
WCL 2024: ফের ভারতের ‘বিশ্বজয়’, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪-এর খেতাব জিতে নিল ইন্ডিয়া
বার্মিংহ্যামে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দলকে দাপটের সঙ্গে হারিয়ে কিংবদন্তিদের বিশ্বচ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নেয় ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দল। লিগের ম্যাচে এই পাকিস্তানের কাছেই হারের মুখ দেখতে হয়েছিল যুবরাজ সিংদের। সেদিক থেকে লেজেন্ডস লিগের খেতাবি লড়াইয়ে শাহিদ আফ্রিদিদের হারিয়ে ভারতীয় দল হিসাব সুদে-আসলে মিটিয়ে নিল বলা যায়। ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান চ্যাম্পিয়ন্স দল। তারা নির্ধারিত […]
আমেরিকাকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপের সুপার আটে ভারত
লড়াইয়ে শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। তবে আমেরিকার বিরুদ্ধে এই লড়াইটা ভারতের কাছে মোটেও সহজ ছিল না। সৌজন্যে আমেরিকার বোলিং। মাত্র ১১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতকে হারাতে হল তিনটে উইকেট। তবে ১৮.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত, হাফসেঞ্চুরি করেন সূর্যকুমার যাদব।এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নিউ ইয়র্কের আকাশে […]
মুম্বই ইন্ডিয়ানসকে ১৮ রানে হারালো কলকাতা নাইট রাইডার্স
ইডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ১৮ রানে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে ১২ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল কেকেআর। এদিন বৃষ্টির জন্য ১ ঘণ্টা ৪৫ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। ২ দলের ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে করা হয় ১৬। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে […]