মহারাষ্ট্রে ইস্পাত কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর আহত ৩০

মহারাষ্ট্রে ইস্পাত কারখানার বয়লারে ভয়াবহ বিস্ফোরণ। গুরুতর আহত ৩০ কর্মী। তিন জনের অবস্থা আশঙ্কাজনক। রাজ্যের জালনা শহরের ঘটনা। পুলিশ সুপার অজয় কুমার বনশল জানিয়েছেন, দুপুরে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণের পরেই গলন্ত লোহা শ্রমিকদের উপর ছিটকে পড়ে। তাতেই ঝলসে যান শ্রমিকরা। আহতদের ছত্রপতি শম্ভজি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী ভাবে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে।

error: Content is protected !!