দেশে ভোটের হার ৬২.৩০%, বাংলার ৮ কেন্দ্রে ভোট পড়ল ৭৫.৬৬%

গোটা দেশে ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি আসনে ভোট গ্রহণ হয় আজ। সন্ধ্যা ৬ টায় শেষ হয় ভোটগ্রহণ পর্ব। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৮টি লোকসভা কেন্দ্রও রয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি আজ অন্ধ্র প্রদেশ ও ওড়িশায় বিধানসভা নির্বাচন ছিল।  বিকাল ৫ টা পর্যন্ত দেশের মধ্যে সব থেকে বেশি ভোট পশ্চিমবঙ্গের। আজ সোমবার চতুর্থ দফার নির্বাচন। ৮ কেন্দ্রে ভাগ্য় নির্ধারণ হবে ৭৫ জন প্রার্থীর। যার মধ্যে রয়েছেন হেভিওয়েট প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন দিলীপ ঘোষ। মুর্শিদাবাদ জেলার বহরমপুর, বীরভূমের বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্র, নদিয়ার কৃষ্ণনগর, রানাঘাট, পূর্ব বর্ধমানের বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান-পূর্ব, পশ্চিম বর্ধমানের আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে আজ।

বিকাল ৫টা পর্যন্ত ভোটের হার ৭৫.৬৬ শতাংশ

১)  বহরমপুর-৭৫.৩৬ শতাংশ
২)  কৃষ্ণনগর- ৭৭.২৯ শতাংশ
৩) রানাঘাট- ৭৭.৪৬ শতাংশ
৪) বর্ধমান পূর্ব- ৭৭.৩৬ শতাংশ
৫) বর্ধমান-দুর্গাপুর- ৭৫.০২ শতাংশ
৬)  আসানসোল- ৬৯.৪৩ শতাংশ
৭) বোলপুর- ৭৭.৭৭ শতাংশ
৮) বীরভূম- ৭৫.৪৫ শতাংশ

error: Content is protected !!