আইসক্রিম বিক্রেতার একমাত্র মেয়ের বিয়ে ধুমধাম করে দেওয়ার জন্য ঋণ নিয়েছিলেন। কিন্তু তা সময় মতো শোধ করতে না পারায় প্রাণ হারালেন এক ব্যক্তি। এই দুর্ভাগ্যজনক ঘটনাই ঘটল বিহারের মুজফরাপুর জেলার সাকরা ব্লকের সিরাজবাদ গ্রামে । মৃতের নাম আকবর আলি। জানা গিয়েছে সময় মতন ঋণ শোধ করতে না পারার ফলে ওই আইসক্রিম বিক্রেতার উপর মানসিক চাপ বাড়াতে থাকে ব্যাঙ্কের কর্মীরা। সেই চাপ আর রাখতে পারেননি ওই ব্যক্তি। অভিযোগ, নিজের মেয়ের বিয়ের জন্য মোট ৬ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন ওই ব্যক্তি। অল্প অল্প করে দেনা মিটিয়েও দিচ্ছিলেন। কিন্তু, গত ২৬ অগাস্ট, সোমবার টাকা আদায় করতে বাড়িতে আসেন ব্যাঙ্কের কর্মীরা। আকবরকে হুমকি দিতে থাকেন তাঁরা। মানসিকভাবে হেনস্থাও করতে থাকেন। সেই চাপ আর নিতে পারেননি তিনি। একটা সময় বুকে ব্যথা নিয়ে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই প্রসঙ্গে, আকবরের ছোট ছেলে আনোয়ারুল বলেন, “কোম্পানি থেকে রোজ টাকা আদায় করতে লোক আসত। তাঁরা হুমকির স্বরে বলত যদি সঠিক সময়ে টাকা না দিলে তাঁরা মেয়েকে তুলে নিয়ে যাবে।” তাঁর ছেলে আরও জানান, প্রতিমাসে ৪৪ হাজার টাকা শোধ করতে হত। সেই জন্য তাঁর বাবা সমস্ত গরু-বাছুর বিক্রি করে দিয়েছিল। এমনকি তাঁর বাবা আইসক্রিম বিক্রি করত, তাঁর বড় ভাই ঠিকাদার হিসাবে কাজ করত, তাঁর মা সেলাইয়ের কাজ করত। এমনকি, তাঁর মেয়েকেও অফিসে ডেকে পাঠানোর কুপ্রস্তাবও দেওয়া হয়। এমনকি আকবরকে জনসমক্ষে বারংবার হেনস্থা করা হয়। এই প্রসঙ্গে স্থানীয় থানার আধিকারিক রাজু পাল জানান, পরিবার দেহ ময়না তদন্ত করতে দেয়নি। তবে তাঁরা অভিযোগ জানালেই আমরা পদক্ষেপ করব।
Related Posts
‘নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করেন শিক্ষামন্ত্রী’, নিট দুর্নীতির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও সরব রাহুল-অখিলেশ
বাজেট অধিবেশনের শুরুতেই নিট বিতর্কে উত্তপ্ত সংসদ ৷ একের পর এক প্রশ্নবাণে সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কনৌজের সাংসদ অখিলেশ যাদব ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও সরব হন তাঁরা ৷ উত্তরে যুক্তি সাজিয়েছেন ধর্মেন্দ্র প্রধানও ৷ রাহুল গান্ধি বলেন, ‘‘নিজেকে ছাড়া প্রত্যেককে কাঠগড়ায় তোলেন শিক্ষামন্ত্রী ৷ উনি এই পদের যোগ্য নন ৷ […]
‘প্রধানমন্ত্রীর নয়া কাশ্মীরের বিরুদ্ধে লড়ব’, ভোটের আগে জেল থেকে বেরিয়ে বললেন রশিদ
ভোটের আগে জেল থেকে বেরলেন বারামুল্লার সাংসদ ইঞ্জিনিয়র রশিদ ৷ মঙ্গলবার তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে দিল্লির একটি আদালত ৷ সেইমতো বুধবার বিকেলে রশিদ তিহাড় থেকে সাময়িক মুক্তি পেলেন তিনি ৷ জম্মু-কাশ্মীরে আসন্ন বিধানসভা ভোটে প্রচারের জন্য তিনি আপাতত 2 অক্টোবর পর্যন্ত জেলের বাইরে থাকতে পারবেন, নির্দেশ দিয়েছে আদালত ৷ এদিন, জেলের বাইরে সাংবাদিকদের রশিদ […]
স্পিকারের পদ বদলে, টিডিপি ও জেডিইউকে একটি করে পূর্ণমন্ত্রী, ৩টি ‘কম গুরুত্বের মন্ত্রক’ দিল মোদি সরকার
চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টিকে স্পিকারের পদ বা কেন্দ্রে গুরুত্বপূর্ণ মন্ত্রকের বদলে অন্ধ্রপ্রদেশের জন্য আর্থিক সাহায্যের আশ্বাস। নীতীশ কুমারকে স্পিকারের পদ বা গুরুত্বপূর্ণ মন্ত্রকের বদলে ২০২৫-এ বিজেপি-জেডিইউ জোট ক্ষমতায় এলে ফের মুখ্যমন্ত্রীর গদির প্রতিশ্রুতি। মূলত এই কৌশলেই এনডিএ সরকারের দুই প্রধান শরিক তেলুগু দেশম পার্টি ও জেডিইউ-কে একটি করে পূর্ণমন্ত্রীর পদ ও তিনটি ‘কম গুরুত্বের’ […]