অরুণাচলে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ৩ জওয়ান

অরুণাচল প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ল সেনাবাহিনীর গাড়ি। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন সেনা। আহত আরও চারজন। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।  মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলায়। ইটানগরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গাড়িটিতে সকলেই সেনাবাহিনীর সদস্য ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে উল্টে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও চারজন সেনা। মৃতেরা হলেন, সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড হাভালদার নাখাত সিং, নায়েক মুকেশ কুমার এবং গ্রেনেডিয়ার আশিস। দুর্ঘটনার পর ইস্টার্ন কমান্ডের তরফে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলা হয়েছে, ‘লেফটেন্যান্ট জেনারেল আরসি তিওয়ারি, আর্মি সিডিআর ইসি, সাহসী হাভ নখাত সিং, এনকে মুকেশ কুমার এবং জিডিআর আশিসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। অরুণাচল প্রদেশে কর্তব্য ভারতীয় সেনাবাহিনী শোকসন্তপ্ত পরিবারের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।’ 

error: Content is protected !!