মমতার মন্তবের জেরে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দিল্লির এক আইনজীবী। দিল্লির পুলিস কমিশনারের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন বিনীত জিন্দাল নামে সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। মমতার বিরুদ্ধে ১৫২, ১৯২, ১৯৬, ৩৫৩ ধারায় অভিযোগ এনেছেন বিনীত। বিনীত জিন্দাল বলেন, টিএমসির ছাত্র সংগঠনের সভায় ভাষণ দিতে গিয়ে বহু উস্কানিমূলক কথা বলেছেন। মমতার ওই বক্তব্য দেশের অখণ্ডতা ও সম্প্রতির বিরোধী। এই মর্মে দিল্লির পুলিস কমিশনারের কাছে একটি চিঠি লিখেছি। ওই চিঠিতে আমি দাবি করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেশদ্রোহ, লোককে উস্কানি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হোক। পাশাপাশি এনিয়ে ব্যবস্থা নেওয়া হোক। মমতার বিরুদ্ধে এই অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূল সুপ্রিমো। বুধবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আরজি করের ঘটনা নিয়ে বিজেপিকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে তিনি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে ধর্ষণের ঘটনার কথা টেনে আনেন। পাশাপাশি তিনি আরও বলেন, ‘কেউ কেউ মনে করছে এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদীবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান, অসমও থেমে থাকবে না। উত্তর-পূর্ব-ও থেমে থাকবে না। উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড-ও থেমে থাকবে না। ওড়িশাও থেমে থাকবে না। আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব’।
Related Posts
বেঙ্গালুরুতে চলন্ত বাসে আগুন
ব্যস্ত রাস্তা, চলন্ত বাসে দাউদাউ করে জ্বলে উঠল আগুন! ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে বেঙ্গালুরুতে। বাসের চালক নিজের জীবন হাতে নিয়ে ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে। অবিলম্বে বাসটি খালি করে দেন। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় কেউ আহত হয়নি। বিএমটিসি সূত্র থেকে জানা গিয়েছে, বেঙ্গালুরুর এমজি রোডে বাসটিতে ইগনিশন চালু করার সময় ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, […]
উত্তরপ্রদেশে জাতীয় সড়কে উদ্ধার মহিলার নগ্ন মুণ্ডহীন দেহ, যোগী রাজ্যে চাঞ্চল্য
উত্তরপ্রদেশে জাতীয় সড়ক থেকে উদ্ধার হলো এক মহিলার নগ্ন, মুণ্ডহীন দেহ। কানপুরের গুজাইনিতে জাতীয় সড়কের উপর বুধবার রাতে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে মহিলাকে ধর্ষণের পরে খুন করা হয়েছে বলে অনুমান। ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও এখনও মহিলার পরিচয় জানতে পারেনি যোগী রাজ্যের পুলিশ। এলাকার CCTV ফুটেজ দেখা হচ্ছে। জাতীয় সড়কের অপর প্রান্তে […]
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, জল্পনা তুঙ্গে
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হোটেলে দুজনের বৈঠকের সম্ভাবনা। পাশাপাশি শনিবার একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নবান্ন সূত্রে খবর, শনিবার কলকাতায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম […]