টেক অফের পরেই নিখোঁজ হয়ে গিয়েছিল চপার। শেষ পর্যন্ত চপারে থাকা ২২ জনের মৃত্যুর খবর মিলল। রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাশিয়ায়। সেদেশের সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে, প্রবল ঝড়বৃষ্টির কারণে দুর্ঘটনার কবলে পড়েছে চপারটি। তার জেরেই চপার ভেঙে পড়ে। কপ্টারে থাকা সকল যাত্রীরই মৃত্যু হয়েছে। সূত্রে খবর, শনিবার ভাচকাজেটস আগ্নেয়গিরি সংলগ্ন একটি হেলিপ্যাড থেকে টেক অফ করে এমআই-৮টি হেলিকপ্টার। মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে চপারটি। তার পরেই কপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আশঙ্কা ছড়ায়, কামচাটকা উপদ্বীপের দুর্গম পার্বত্য অঞ্চলে হয়তো চপারটি ভেঙে পড়েছে। খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে রুশ প্রশাসন। তবে সেখানেও বড় চ্যালেঞ্জের মুখে পড়েন উদ্ধারকারীরা। প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় পৌঁছনো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার এলাকায় পৌঁছনোর রাস্তাও। ঘন জঙ্গলে ঢাকা এলাকায় উদ্ধারের সরঞ্জাম নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। প্রতিকূল আবহাওয়ার জন্য আকাশপথেও ওই এলাকায় পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা। ফলে সাতটি দলকে পাঠানো হলেও কপ্টারটি উদ্ধার করতে দেরি হয়ে যায়। অবশেষে রবিবার সকালে বৃষ্টি খানিকটা কমার পরে ঘটনাস্থলে পৌঁছন ৬০ জন উদ্ধারকারীর বিশেষ দল। তবে কপ্টারের কোনও যাত্রীকেই জীবিত অবস্থায় পাওয়া যায়নি। কামচাটকার পূর্ব দিকে চপারটির ভাঙাচোরা অংশ পাওয়া যায়। কিন্তু কী কারণে ভেঙে পড়ল যাত্রীবোঝাই চপার, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, খারাপ আবহাওয়ার কবলে পড়েই ভেঙেছে চপারটি।
Related Posts
কোটা-বিরোধী ছাত্র আন্দেলনে অগ্নিগর্ভ বাংলাদেশ, মৃতের সংখ্যা বেড়ে ২৭, নামল আধা সেনা, বন্ধ ইন্টারনেট এবং সরকারি চ্যানেল
সরকারি চাকরিতে সংরক্ষণ-বাতিলের দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ। বাংলাদেশে কমপ্লিট Shut-down। সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ২৭। নিহতদের মধ্যে হাসান মেহেদী নামে এক সাংবাদিকও আছেন। তিনি ঢাকা টাইমসে কাজ করতেন বলে জানা গিয়েছে। তাঁর শরীরে ছররা গুলির ক্ষত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে, ঢাকায় এক স্থানীয় ব্যবসায়ী, এক পথচারী এক বাস চালক এবং এক রিকশাচালকেরও […]
আপাতত বিপন্মুক্ত স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী, হামলাকারীর পরিচয় ফাঁস
বন্দুকবাজের হামলায় বুধবার গুলিবিদ্ধ হয়েছিলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তাঁর অবস্থা ছিল আশঙ্কাজনক। তবে এখন তিনি বিপন্মুক্ত বলে খবর। ইউরোপীয় এই দেশে ৫৯ বছর বয়সী ফিকো যখন নিজের সমর্থকদের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন, তখনই তাঁকে হত্যা করার চেষ্টা করা হয়। আর নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হ্যান্ডলোভা শহরতলির কালচারাল সেন্টারের বাইরে […]
বিশ্বজুড়ে কাজ করছে না এক্স (টুইটার) হ্যান্ডেল, বড়সড় সাইবার হানার আশঙ্কা ইলন মাস্কের
বিশ্বজুড়ে কাজ করছে না এক্স হ্যান্ডেল (টুইটার) ৷ মঙ্গলবার গভীর রাত থেকে সমস্যায় পড়েন এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা ৷ তাঁরা এক্স হ্যান্ডেলটি রিফ্রেশ করতে পারছেন না ৷ একই সঙ্গে নতুন কোনও পোস্টও লোড করা যাচ্ছে ইলন মাস্কের এক্সে ৷ এক্স হ্যান্ডেলের কর্ণধার ইলন মাস্ক এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে নিজেদের মধ্যে আলাপচারিতা করছিলেন ৷ সেই […]